Ajker Patrika

রপ্তানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে ট্রাকজট

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৯: ২৪
রপ্তানি নিষেধাজ্ঞায় বেনাপোল  স্থলবন্দরে ট্রাকজট

সম্প্রতি দাম বেড়েছে মুরগি, ডিম এবং দুগ্ধজাত পণ্যের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পোলট্রি ও ডেইরি প্রাণীর খাবার বা সয়াবিন মিলের রপ্তানি বন্ধ ঘোষণা করেছে সরকার। এ ঘোষণায় বেনাপোল স্থলবন্দরে পাঁচ শতাধিক সয়াবিন মিলের ট্রাক আটকা পড়েছে। দাপ্তরিক জটিলতায় আটকা পড়া এসব ট্রাক বন্দর থেকে সরিয়ে না নেওয়ায় পণ্যজট সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়মিত আমদানি-রপ্তানির কাজও।

জানা গেছে, দেশের পোলট্রি শিল্পে বছরে সয়াবিন মিলের চাহিদা ১৫ লাখ মেট্রিক টন। চাহিদা মেটাতে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সয়াবিন মিল দেশে আমদানি করা হয়। কিন্তু কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে তা দেশ থেকে ফের ভারত ও নেপালে রপ্তানি করেন। এ অবস্থায় পণ্যটির প্রবল ঘাটতি শুরু হওয়ায় দেশে পোলট্রি খাবার ও মুরগি মাংসের দাম বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় ১৪ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখার এক চিঠিতে ২১ তারিখ থেকে সয়াবিন মিল রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সাধারণ আমদানিকারক জাহাঙ্গীর হোসেন জানান, রপ্তানি নিষিদ্ধ সয়াবিন মিলের কয়ে শত ট্রাক বন্দরের সড়কে বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। ফলে অন্য আমদানি-রপ্তানি পণ্যের ট্রাক চলাচলে সমস্যা হচ্ছে। কিন্তু কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই।

সয়াবিন রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি তৌহিদুর রহমান জানান, আটকা পড়া ট্রাকগুলো ইতিমধ্যে গেটপাস পেয়েছে। তাই এসব ট্রাক আটকে দিলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন রপ্তানিকারকেরা।

বন্দর এলাকায় যানজট নিরসনে আটকে পড়া ট্রাকগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান। তবে কবে থেকে, কীভাবে এ প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত