Ajker Patrika

প্রযোজক অপুর সিনেমায় ইমনের সংগীত

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৮: ৪৫
প্রযোজক অপুর সিনেমায় ইমনের সংগীত

এত দিন অভিনয় করেছেন, এবার নেমেছেন প্রযোজনায়। অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠান অপুজয় চলচ্চিত্র থেকে তৈরি হচ্ছে ‘লাল শাড়ি’। সিনেমাটি নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছেন তিনি। সম্প্রতি অনুদানের প্রথম ধাপের চেক বুঝে পেয়েছেন। নির্মাতা বন্ধন বিশ্বাসকে সঙ্গে নিয়ে শুরু করছেন ক্যারিয়ারের নতুন ইনিংস। অপুর ‘লাল শাড়ি’ সিনেমায় সংগীত পরিচালনা করবেন ইমন সাহা।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় একত্র হয়েছিলেন ইমন সাহা, অপু ও বন্ধন। রেস্তোরাঁয় বসে সিনেমাটির গল্প শোনেন ইমন। গল্প পছন্দ হওয়ায় সংগীত পরিচালনার কাজটি করার সম্মতিও জানিয়েছেন ইমন। সই করেছেন চুক্তিপত্রে। এর আগে অপু বিশ্বাস অভিনীত অনেক সিনেমার সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। তবে প্রযোজক অপুর প্রথম কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত তিনি। ইমন জানালেন, গ্রামীণ প্রেক্ষাপটে লেখা সিনেমার গল্পটি ভালো লেগেছে তাঁর। গান ও আবহসংগীত নিয়ে ভিন্ন রকম পরিকল্পনা করছেন।

‘লাল শাড়ি’ সিনেমার নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘সংগীত পরিচালনার জন্য অপু বিশ্বাস শুরু থেকেই ইমন সাহাকে ভেবে রেখেছিলেন। গতকাল তিনি গল্প শুনে বললেন, ভালো কিছু হবে। সংগীত নিয়ে বেশ কিছু ভাবনা শেয়ার করলেন। লাল শাড়ি সিনেমায় ইমন সাহার মতো প্রতিভাবান মানুষকে পেয়ে প্রযোজক ও আমি দুজনেই ভীষণ খুশি।’

ইমন সাহা

নির্মাতা জানিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সিনেমার শুটিং। এ মাসেই চূড়ান্ত করা হবে অভিনয়শিল্পী ও শুটিং লোকেশন। তার আগে অন্যান্য কাজ সেরে নিচ্ছেন তাঁরা। দুই দিন আগেই ‘লাল শাড়ি’ সিনেমায় যুক্ত হয়েছে ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’।

প্রযোজনার পাশাপাশি সিনেমাটির প্রধান চরিত্রে নিজেই অভিনয় করবেন অপু বিশ্বাস। মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে লাল শাড়ি। এটি সিনেমায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একটি শাড়ি যে সংগ্রাম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, তা-ই দেখানো হবে সিনেমায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত