Ajker Patrika

এটাই তো পরিচয় মুনশিয়ানার

হাসান মাসুদ
আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১০: ৪৯
এটাই তো পরিচয় মুনশিয়ানার

শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ দেখলাম। হার্টবিট একবার বেড়েছে, একবার কমেছে—এ রকম একটা অবস্থা ছিল। বিশেষ করে শেষ ওভারে, এক বলে যখন ৫ রান প্রয়োজন, তখন ব্লেসিং মুজারাবানিকে স্ট্যাম্পড করেছিল নুরুল হাসান সোহান। এই প্রথম একটা জিনিস দেখলাম, স্ট্যাম্পের সামনে যদি বল ধরে স্টাম্পিং করা হয়, তাহলে এটাকে ‘নো’ বল ধরা হয়।

এ নিয়মটা আগে জানতাম না। এতে হার্টবিট আবারও বেড়ে যায়, একটা রান যোগ হয় জিম্বাবুয়ের খাতায় এবং ১ বলে তাদের দরকার হয় ৪ রান। মুজারাবানি আর বার্ল আর কোনো রান নিতে পারেনি মেসাদ্দেকের শেষ বলে। না হলে মোসাদ্দেকেরও ৩ উইকেট হয়ে যেত।

সবচেয়ে মজার ব্যাপার যে, এ রকম শ্বাসরুদ্ধকর আগের ম্যাচেও ১ রানে জিম্বাবুয়ে জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। টানা দুটো শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলল জিম্বাবুয়ে, বাংলাদেশ খেলল একটা।নার্ভের খেলায় জিতেছে, এটাই তো মুনশিয়ানার পরিচয়। একটা ভালো দলের যে নার্ভকে ঠিক রাখতে পারে, সেটার পার্থক্য এখানে বোঝা গেছে। শুধু তা-ই নয়, এ জয়ের পর বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, তাদের খেলা বাকি আছে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। যদি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আমরা জিততে পারি, তাহলে সেমিফাইনালের আশা আরও বাড়বে।

গতকাল ব্যাটিংয়ে আরও ১০টা রান করলে বাংলাদেশ আরেকটু ভালো অবস্থানে থাকতে পারত। কিন্তু সেটা হয়নি একমাত্র সৌম্য সরকারের কারণে। ২ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে গেছে। তবে তার যে ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্ত, দারুণ একটি ইনিংস খেলেছে। এটা টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি ছিল তার। ৫৫ বলে ৭১ রান করে বাংলাদেশের লড়াইয়ের স্কোর এনে দিয়েছে সে। সাকিব আল হাসানও মোটামুটি ভালো খেলেছে।

তাসকিন তো তাসকিনই। বিশ্বকাপে ৮ উইকেট হলো তার। গতকাল পর্যন্ত নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে পেছনে ফেলে সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। তবে আমার চোখে এই ম্যাচের সেরা বোলার হচ্ছে মোস্তাফিজুর রহমান—৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। খুবই ভালো বোলিং ফিগার।

আমার মনে হচ্ছে, এমন জয়ের পর ঢাকায় সব মিষ্টির দোকান খালি হয়ে গেছে! এ কারণে বলব, শাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত