হাসান মাসুদ
শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ দেখলাম। হার্টবিট একবার বেড়েছে, একবার কমেছে—এ রকম একটা অবস্থা ছিল। বিশেষ করে শেষ ওভারে, এক বলে যখন ৫ রান প্রয়োজন, তখন ব্লেসিং মুজারাবানিকে স্ট্যাম্পড করেছিল নুরুল হাসান সোহান। এই প্রথম একটা জিনিস দেখলাম, স্ট্যাম্পের সামনে যদি বল ধরে স্টাম্পিং করা হয়, তাহলে এটাকে ‘নো’ বল ধরা হয়।
এ নিয়মটা আগে জানতাম না। এতে হার্টবিট আবারও বেড়ে যায়, একটা রান যোগ হয় জিম্বাবুয়ের খাতায় এবং ১ বলে তাদের দরকার হয় ৪ রান। মুজারাবানি আর বার্ল আর কোনো রান নিতে পারেনি মেসাদ্দেকের শেষ বলে। না হলে মোসাদ্দেকেরও ৩ উইকেট হয়ে যেত।
সবচেয়ে মজার ব্যাপার যে, এ রকম শ্বাসরুদ্ধকর আগের ম্যাচেও ১ রানে জিম্বাবুয়ে জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। টানা দুটো শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলল জিম্বাবুয়ে, বাংলাদেশ খেলল একটা।নার্ভের খেলায় জিতেছে, এটাই তো মুনশিয়ানার পরিচয়। একটা ভালো দলের যে নার্ভকে ঠিক রাখতে পারে, সেটার পার্থক্য এখানে বোঝা গেছে। শুধু তা-ই নয়, এ জয়ের পর বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, তাদের খেলা বাকি আছে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। যদি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আমরা জিততে পারি, তাহলে সেমিফাইনালের আশা আরও বাড়বে।
গতকাল ব্যাটিংয়ে আরও ১০টা রান করলে বাংলাদেশ আরেকটু ভালো অবস্থানে থাকতে পারত। কিন্তু সেটা হয়নি একমাত্র সৌম্য সরকারের কারণে। ২ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে গেছে। তবে তার যে ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্ত, দারুণ একটি ইনিংস খেলেছে। এটা টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি ছিল তার। ৫৫ বলে ৭১ রান করে বাংলাদেশের লড়াইয়ের স্কোর এনে দিয়েছে সে। সাকিব আল হাসানও মোটামুটি ভালো খেলেছে।
তাসকিন তো তাসকিনই। বিশ্বকাপে ৮ উইকেট হলো তার। গতকাল পর্যন্ত নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে পেছনে ফেলে সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। তবে আমার চোখে এই ম্যাচের সেরা বোলার হচ্ছে মোস্তাফিজুর রহমান—৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। খুবই ভালো বোলিং ফিগার।
আমার মনে হচ্ছে, এমন জয়ের পর ঢাকায় সব মিষ্টির দোকান খালি হয়ে গেছে! এ কারণে বলব, শাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।
শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ দেখলাম। হার্টবিট একবার বেড়েছে, একবার কমেছে—এ রকম একটা অবস্থা ছিল। বিশেষ করে শেষ ওভারে, এক বলে যখন ৫ রান প্রয়োজন, তখন ব্লেসিং মুজারাবানিকে স্ট্যাম্পড করেছিল নুরুল হাসান সোহান। এই প্রথম একটা জিনিস দেখলাম, স্ট্যাম্পের সামনে যদি বল ধরে স্টাম্পিং করা হয়, তাহলে এটাকে ‘নো’ বল ধরা হয়।
এ নিয়মটা আগে জানতাম না। এতে হার্টবিট আবারও বেড়ে যায়, একটা রান যোগ হয় জিম্বাবুয়ের খাতায় এবং ১ বলে তাদের দরকার হয় ৪ রান। মুজারাবানি আর বার্ল আর কোনো রান নিতে পারেনি মেসাদ্দেকের শেষ বলে। না হলে মোসাদ্দেকেরও ৩ উইকেট হয়ে যেত।
সবচেয়ে মজার ব্যাপার যে, এ রকম শ্বাসরুদ্ধকর আগের ম্যাচেও ১ রানে জিম্বাবুয়ে জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। টানা দুটো শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলল জিম্বাবুয়ে, বাংলাদেশ খেলল একটা।নার্ভের খেলায় জিতেছে, এটাই তো মুনশিয়ানার পরিচয়। একটা ভালো দলের যে নার্ভকে ঠিক রাখতে পারে, সেটার পার্থক্য এখানে বোঝা গেছে। শুধু তা-ই নয়, এ জয়ের পর বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, তাদের খেলা বাকি আছে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। যদি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আমরা জিততে পারি, তাহলে সেমিফাইনালের আশা আরও বাড়বে।
গতকাল ব্যাটিংয়ে আরও ১০টা রান করলে বাংলাদেশ আরেকটু ভালো অবস্থানে থাকতে পারত। কিন্তু সেটা হয়নি একমাত্র সৌম্য সরকারের কারণে। ২ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে গেছে। তবে তার যে ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্ত, দারুণ একটি ইনিংস খেলেছে। এটা টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি ছিল তার। ৫৫ বলে ৭১ রান করে বাংলাদেশের লড়াইয়ের স্কোর এনে দিয়েছে সে। সাকিব আল হাসানও মোটামুটি ভালো খেলেছে।
তাসকিন তো তাসকিনই। বিশ্বকাপে ৮ উইকেট হলো তার। গতকাল পর্যন্ত নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে পেছনে ফেলে সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। তবে আমার চোখে এই ম্যাচের সেরা বোলার হচ্ছে মোস্তাফিজুর রহমান—৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। খুবই ভালো বোলিং ফিগার।
আমার মনে হচ্ছে, এমন জয়ের পর ঢাকায় সব মিষ্টির দোকান খালি হয়ে গেছে! এ কারণে বলব, শাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪