Ajker Patrika

অভিযানেও কমছে না মাদক ব্যবসা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০: ২২
অভিযানেও কমছে না   মাদক ব্যবসা

ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের পরও কমছে না মাদকের ব্যবসা। গত দুই সপ্তাহে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ব্যবসা চালু রাখতে নিচ্ছে নানা কৌশল। সবজিবাহী পরিবহনে বিশেষ বক্সের মধ্যে, পণ্যসামগ্রী বহনকারী নৌযান, শুকনো মরিচের প্যাকেটে, জুতার ভেতর, নারীদের শরীরে বেঁধে ও ইলিশ মাছের ঝুড়ির ভেতরেসহ নানা কায়দায় মাদক সরবরাহ করছেন ব্যবসায়ীরা। অনেক সময় পাচারকারীদের নিত্যনতুন ও ঝুঁকিপূর্ণ কৌশলে চমকে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৩১ মার্চ থেকে ১৭ এপ্রিল রাত পর্যন্ত ১ হাজার ১৬৫টি ইয়াবা, ১২ কেজি গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় ৭ জনকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়েছে।

জানা গেছে, গত রোববার সকালে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকা থেকে ইয়াবাসহ রফিকুল ইসলাম খলিফাকে (৫২) গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ২৫টি ইয়াবা জব্দ করা হয়। ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের ইউনুস মার্কেট এলাকা থেকে ৪ বোতল ফেনসিডিলসহ খায়রুল থলপহরী নামের এক যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

এর এক দিন আগে ১৫ এপ্রিল রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুজকে আটক করে র‍্যাব-৮। আটক ব্যক্তিরা হলেন বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার রহিম মীর (৩৪) ও কুমিল্লার ঘোষগাঁও এলাকার মো. মাহফুজুল ইসলাম সবুজ (৩১)। র‍্যাবের তথ্যমতে, এ সময় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।

এদিকে ১০ এপ্রিল শহরের পালবাড়ি ছাইকারী এলাকা থেকে আল আমিন হাওলাদারকে (১৯) আটক করে। ৭ এপ্রিল শহরের বিকনা এলাকা থেকে ইয়াবাসহ মো. আরিয়ান সরদারকে, ৩ এপ্রিল নলছিটি উপজেলার রায়াপুর থেকে মো. সানজিদ সরদারকে, ৩১ মার্চ ঝালকাঠি শহরের কাঠপট্টি থেকে মো. সুজনকে (৪০) আটক করা হয়।

সূত্র জানায়, প্রায় প্রতিদিনই স্থল ও জলপথে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সরবরাহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে লাউ, মিষ্টি কুমড়া, সিএনজিচালিত অটোরিকশা, জিআই পাইপ, পানির কলসি, মহিলাদের অন্তর্বাস, ইলিশ মাছ ও শুকনো মরিচের ব্যাগে বহন করছেন মাদক। অনেক মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে রমজানের আগেই অন্যত্র চলে গেলেও ঈদ উপলক্ষে এলাকায় ফিরেছেন। শহরে বিভিন্ন সংস্থার কড়া নজরদারি থাকায় প্রত্যন্ত এলাকা দিয়েই ফিরছেন।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন জানান, মাদক ব্যবসায় জড়িতদের আটকের পরেও নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছে। মাদক ব্যবসায়ীরা নতুন নতুন কৌশলে মাদক বহন করছেন। আমরাও চেষ্টা করছি মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত