Ajker Patrika

বাংলাদেশের কারখানার নিরাপত্তায় ইইউর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৪
বাংলাদেশের কারখানার নিরাপত্তায় ইইউর প্রশ্ন

উন্নয়নশীল দেশগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস বা জিএসপি প্লাসের আওতায় আন্তর্জাতিক বাণিজ্যে নানা সুবিধা পায়। বাংলাদেশও এ সুবিধা পায়। শ্রম অধিকার, কারখানার নিরাপত্তা, শিশু শ্রম ও সুশাসন সন্তোষজনক না হওয়ায় বাংলাদেশের এ সুবিধা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আপত্তি তুলেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা পাওয়ার বিষয়টি ইইউর রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে সৃষ্ট জটিলতা সমাধান করে সুবিধা পেতে সরকার কাজ করে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বর্তমানে বাংলাদেশ ইইউর কোটামুক্ত বাজার সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে ২০২৬ সালে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণ ঘটবে। তখন বর্তমান জিএসপি আইন অনুযায়ী ৩ বছর ট্রানজিশন টাইম পাওয়ার কথা রয়েছে। তাই ২০২৯ সালের পর ইইউতে বাংলাদেশ যেন শুল্কমুক্ত বাজার সুবিধা পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার।

ভোলা-৩ আসনের সরকার দলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, বর্তমানে ইইউ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সব চেয়ে বেশি পণ্য রপ্তানি করে। ২০২০-২১ অর্থবছরে ইইউতে ১৭ হাজার ৪৬৪ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৯৭৪ দশমিক শূন্য ১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত