Ajker Patrika

‘সাম্প্রদায়িকতার স্থান এ দেশে নেই’

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১: ১৯
‘সাম্প্রদায়িকতার স্থান এ দেশে নেই’

চট্টগ্রামের রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, ‘যারা সাম্প্রদায়িক উসকানি দিয়ে ধর্মের অবমাননায় লিপ্ত তারা দেশ ও জনগণের শত্রু। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় এ দেশ স্বাধীন করেছেন। ধর্ম যার যার, উৎসব সবার এ মন্ত্রে শারদীয় দুর্গোৎসব পালন করে আসছে বাঙালিরা। সব ধর্মে শান্তির কথা বলা হয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশে সাম্প্রদায়িকতার স্থান নেই।’

গত মঙ্গলবার রাত ১০টায় রাউজান শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সংগীত প্রতিযোগিতার পুরস্কার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র পারভেজ।

ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ডা. নির্মল কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক সুমন দে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত