Ajker Patrika

টেবিল সাজানোর ৬ উপায়

অনন্যা দাস
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯: ০২
টেবিল সাজানোর ৬ উপায়

কোনো একটা উপলক্ষে শুধু খাবারের আয়োজনটাই শেষ কথা নয়। পরিবেশ, টেবিলের সজ্জা সবকিছুই খাবারের আয়োজনকে অনেকখানি প্রভাবিত করে। বিভিন্ন ধরনের উপলক্ষ বা উৎসবে টেবিল সাজানো যেতে পারে ভিন্ন ভিন্ন ভাবে। তবে অবশ্যই রং ব্যবহারের বিষয়ে আমন্ত্রিত অতিথিদের কথা বিবেচনায় রাখতে হবে।

প্রকৃতি-অনুপ্রাণিত সজ্জা
উৎসবের দিনটাতে ঘরে প্রাকৃতিক একটা আবহ তৈরি করতে চাইলে আপনার টেবিল সজ্জার থিমই হতে পারে প্রকৃতি। অনেকভাবে এটি করা যায়। এর মধ্যে একটি হলো সবুজ রঙের ব্যবহার। টেবিল ম্যাট, রানার থেকে শুরু করে থালাবাটি এবং খাবারে সবুজ রং প্রাধান্য দিন। পাশাপাশি টেবিলে কিছু ইনডোর প্ল্যান্ট বা সাবজেক্টে রঙের ফুল রেখে দিলে তো সোনায় সোহাগা। 

প্রিটি ইন পিংক 
এমন ধাঁচের টেবিল সজ্জা শিশুদের জন্মদিন, বেবি শাওয়ার বা এ ধরনের উপলক্ষে করা যেতে পারে। টেবিলে কিছু পুতুল রাখলে এমন ধারার সাজের সঙ্গে তা বেশ মানিয়ে যাবে। টেবিল বরাবর গোলাপি কিছু কাগজ বা লণ্ঠন ঝুলিয়ে দিলে বেশ লাগবে দেখতে। টেবিলে সাজানো খাবারেও থাকতে পারে গোলাপি রঙের প্রাধান্য, যেমন পিংক আইসিং যুক্ত কাপকেক। 

কালো-সাদায় ক্ল্যাসিক 
টেবিল সজ্জায় সাদা-কালো রঙের প্রাধান্য কিছুটা বিরল। তবে এটি বেশ ক্লাসি একটা লুক দেবে আপনার টেবিলকে। টেবিল ম্যাট হতে পারে ডোরাকাটা ধাঁচের। সঙ্গে ন্যাপকিন, মোমবাতি, বাসন  ইত্যাদিতেও সাদা রঙের প্রাধান্য থাকতে পারে। টেবিলে সেন্টার পিস হিসেবে ধাতব কোনো শো পিস ব্যবহার করতে পারেন। শরতে সাদা রঙে সেজে উঠতে পারে আপনার টেবিল।

রংধনুর সাত রং
উদ্‌যাপনমূলক যেকোনো অনুষ্ঠানে এমন রংচঙে থিমের জুড়ি নেই। টেবিল সাজাতে তো রঙিন জিনিসপত্র ব্যবহার করবেনই। এ ছাড়াও টেবিলকে একটু বেশিই রঙিন করে তুলতে চাইলে টেবিলের পাশ দিয়ে কয়েকটি মিশ্র রঙের ঝালর ঝোলাতে পারেন। 

ফুলেল 
একটু সাধাসিধে এবং স্নিগ্ধ ধরনের লুক পেতে চাইলে টেবিল সাজানোর মূল উপাদান হয়ে উঠতে পারে ফুল। টেবিলে বিভিন্ন আকারের ফুলদানিতে মৌসুমি ফুল সাজিয়ে রাখুন। টেবিল ম্যাট বাছাই করুন ফুলের সঙ্গে মিলিয়ে কোনো রঙের। থালাবাটি হতে পারে সাদা বা নিউট্রাল কোনো রঙের। 

টেবিল সজ্জায় বেলুন
সহজেই টেবিলে পার্টির একটা লুক আনতে চাইলে টেবিলের চারপাশ ঘিরে ঝুলিয়ে দিতে পারেন বেলুন। বেলুনের রং এবং আকৃতি বাছাই করুন উপলক্ষ হিসেবে। যেমন ধরুন, অফিসের এনিভারসেরির জন্য সাজানো টেবিলের বেলুন হতে পারে সোনালি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত