Ajker Patrika

সিলিন্ডারের আগুনে পুড়ল ঘর

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯: ৫৩
সিলিন্ডারের আগুনে পুড়ল ঘর

ঢাকার দোহারে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার রায়পাড়া ইউনিয়নের বাঁশতলা নাগেরকান্দা গ্রামে মো. আবুল কালামের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোহার ফায়ার সার্ভিস। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে ঘরসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক আবুল কালাম বলেন, ভোরবেলা তাঁর পুত্রবধূ গ্যাসের চুলায় রান্না করছিলেন। রান্না রেখে পাশের ঘরে গেলে চুলায় সংযুক্ত পাইপ থেকে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ সময় কাঠের বারান্দাসহ একটি চৌচালা ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও ৪৫ হাজার টাকা পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আবুল কালাম বলেন, ‘আমার যে ক্ষতি হয়েছে তাতে আমার সব শেষ হয়ে গেছে। এখন সরকারের কাছে আমার দাবি আমাকে চলার মতো এবং থাকার মতো একটা ব্যবস্থা করে দিক। যাতে আমি দুমুঠো খেয়ে বাঁচতে পারি।’

প্রত্যক্ষদর্শী জেবা ইসলাম বলেন, ‘আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখি পাশের বাসায় ধোয়া উঠছে। তখন আমি ৯৯৯-এ ফোন দিলে তারা বলেন, ‘‘আপনি আপনার ফোন কাটবেন না, আমরা আপনার ওই লোকেশন ফায়ার সার্ভিসের লোক পাঠাচ্ছি। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুনের শিখা গাছের ওপরে উঠে গেছে। তখন আমরা দ্রুত করে পাশের পুকুর থেকে পাম্প দিয়ে পানি তুলে আগুন নেভানোর কাজ করি। আমরা গিয়ে দেখি একটি ঘর পুরো পুড়ে গেছে। পরে আমরা পাশের ঘরগুলো পানি দিয়ে আগুন নিভিয়ে রক্ষা করতে পারি।’

শহিদ আলম বলেন, ‘ক্ষতিগ্রস্তরা আমাদের জানিয়েছেন গ্যাসের চুলায় ডিম ভাঁজতে গিয়ে এই অগ্নিকাণ্ড ঘটে। আমাদেরও প্রাথমিক ধারণা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ধরেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত