Ajker Patrika

শুভ-বিন্দু আসবেন ভালোবাসা দিবসে

শুভ-বিন্দু আসবেন ভালোবাসা দিবসে

এখন পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্ম চরকির সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ‘নেটওয়ার্কের বাইরে’। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। একই নির্মাতা একই প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করছেন ‘উনিশ২০’ নামের সিনেমা। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গেছে। আগামী ভালোবাসা দিবসে সিনেমাটি দর্শকের সামনে আনতে চান নির্মাতা। সেভাবেই হয়েছে পরিকল্পনা, চলছে শুটিং। সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু।

প্রথমবারের মতো ওটিটিতে কাজ করছেন শুভ। অন্যদিকে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন বিন্দু। ফলে দুইয়ে মিলে একটা দারুণ ব্যাপারই ঘটতে যাচ্ছে বলে আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

ওটিটিতে নিজের কাজ নিয়ে শুভ বলেন, ‘গল্পটা দারুণ! তাই কাজ শুরু করলাম ওটিটিতে। দর্শকদের একটা ভালো কাজ উপহার দেওয়ার ব্যাপারে আমাদের দিক থেকে চেষ্টার কোনো কমতি থাকবে না, এটা নিশ্চিত জানবেন।’

অনেক দিন পর কাজে ফেরা নিয়ে এমনিতেই ভীষণ রোমাঞ্চিত বিন্দু। তিনি বলেন, ‘আট বছর পর নিজেকে সদ্যোজাত শিল্পী মনে হচ্ছে।তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে প্রথম দিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি, তাতে আমি আপ্লুত। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি অভিজ্ঞতা সিনেমা মুক্তির পরে বলব।’

আরিফিন শুভ ও বিন্দুনির্মাতা আরিয়ান বলেন, ‘এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাঁদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে, তাঁরা নিজেকে রিলেট করতে পারবেন। আর যাঁদের জীবনে এমন রোমাঞ্চকর মুহূর্ত আসেনি, তাঁরাও চাইবেন এমন ভালোলাগার মুহূর্ত তাঁর জীবনেও আসুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত