Ajker Patrika

‘নার্সের ভুলে বদলে যায়’ নবজাতক

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ৫২
‘নার্সের ভুলে বদলে যায়’ নবজাতক

হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার সকালে একটি নবজাতক উধাও হয়। পাঁচ ঘণ্টা পর প্রসূতি ওয়ার্ডের এক নারীর কাছ থেকে উদ্ধার হয় নবজাতকটি।

গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের স্ক্যানো ওয়ার্ড থেকে হারিয়ে যায় নবজাতকটি। নবজাতকটি শায়েস্তাগঞ্জ উপজেলার মড়–রা গ্রামের দেলওয়ার হোসেন ও ফেরদৌস আরা দম্পতির দ্বিতীয় সন্তান।

নবজাতকের ফুফু নুরুন্নাহার বেগম জানান, ফেরদৌস আরা হবিগঞ্জ সদর হাসপাতালে মঙ্গলবার ভোরে একটি ছেলে সন্তানের জন্ম দেন। ঠান্ডাজনিত কারণে নবজাতকটিকে হাসপাতালের দ্বিতীয় তলায় স্ক্যানো ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় নবজাতকের মা নিচ তলায় প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

সকাল ৯টার দিকে নবজাতকের ফুফু বাচ্চা আনতে স্ক্যানো ওয়ার্ডে গেলে দায়িত্বরত নার্স জানান, বাচ্চাকে তাঁর বাবা নিয়ে গেছেন। অথচ ওই সময় নবজাতকের বাবা হাসপাতালেই ছিলেন না।

জানা যায়, আজমিরীগঞ্জের শিবপাশা এলাকার মাসুম চৌধুরীর স্ত্রী আকলিমা বেগম একই দিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাঁদের শিশুও ছিল স্ক্যানো ওয়ার্ডে। সকাল ৯টার দিকে মাসুম চৌধুরীর মা রাবেয়া খাতুন ওই নবজাতককে স্ক্যানো ওয়ার্ড থেকে নিয়ে আসেন।

রাবেয়া খাতুন জানান, নার্স ভুলবশত তাঁদের কন্যা শিশুর বদলে ছেলে নবজাতকটি তাঁদের কাছে দিয়েছিল। কিছুক্ষণ পর তারা দেখতে পায় কন্যার শিশুর বদলে স্ক্যানো ওয়ার্ড থেকে একটি ছেলে শিশু দেওয়া হয়েছে। বিষয়টি তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে চাইলেও ভয়ে জানান। একপর্যায়ে সুযোগ বুঝে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

হাসপাতালে উত্তেজনা দেখা দিলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। অবশেষে সেই নবজাতকের সন্ধান মিলে প্রসূতি ওয়ার্ডের আকলিমা বেগম নামে এক নারীর কাছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘সদর হাসপাতাল থেকে একটি নবজাতক ‘উধাও’ হওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে এসে তদন্ত শুরু করি। হাসপাতালের স্ক্যানো ওয়ার্ড বা এর আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় বিষয়টি জটিল হয়ে যায়। এটি ইচ্ছাকৃত নাকি ভুলবশত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত