নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মূল্যায়নপদ্ধতিতে আমূল পরিবর্তন এনে আজ থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে দেশে। সারা দেশ থেকে বাছাই করা ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে এই শিক্ষাক্রম চালু হবে আজ। এরপর আগামী মাসে চালু হবে প্রাথমিক স্তরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
মাধ্যমিক স্তরে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্যে এরই মধ্যে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন কারিকুলামের বই তুলে দিয়েছে সরকার। গত শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব শিক্ষার্থীর হাতে নতুন কারিকুলামের বই তুলে দেন।
দেশে এখন ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রম চলছে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার বিভিন্ন ধারার পরিবর্তন এবং নানা সংযোজন এনে আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু হবে নতুন শিক্ষাক্রম। এর অংশ হিসেবে কিছু প্রতিষ্ঠানে তা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ।
নতুন এ শিক্ষাক্রমে আনা হয়েছে নানা পরিবর্তন। এর অন্যতম প্রধান দিকটি হলো মূল্যায়নব্যবস্থায় আমূল পরিবর্তন। এত দিন প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে নির্বাচনী পরীক্ষা থাকলেও নতুন শিক্ষাক্রমে এই তিন শ্রেণিতে কোনো পরীক্ষা থাকবে না। সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিখন কার্যক্রমের ভিত্তিতে এসব শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তবে উচ্চমাধ্যমিক ছাড়া অন্যান্য শ্রেণিতে পরীক্ষা থাকলেও পরীক্ষার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়নটা বেশি হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ৭০ শতাংশ মূল্যায়ন হবে শ্রেণিকক্ষে, বার্ষিক পরীক্ষা হবে ৩০ শতাংশ নম্বরের। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ৬০ শতাংশ মূল্যায়ন শ্রেণিকক্ষে হবে। বাকি ৪০ শতাংশ হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে। আর একাদশ ও দ্বাদশে ৩০ শতাংশ শ্রেণিকক্ষে এবং ৭০ শতাংশ পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হবে।
নতুন শিক্ষাক্রম নিয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞান অর্জনের সঙ্গে দক্ষতা, সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ শিখতে পারবে। সবকিছুর সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীরা দক্ষ মানুষ হবে। তারা নিজেরা চিন্তা করতে শিখবে। আমরা শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে চাই।’
বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে এক দিন করে ছুটি রয়েছে। এখন নতুন শিক্ষাক্রমে যারা যুক্ত হচ্ছে, তারা সাপ্তাহিক দুই দিন ছুটি পাবে। এ ছাড়া ২০২৩ সালে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে ছুটি কার্যকর হবে।
নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণির আগপর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা থাকবে না। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে ১০টি অভিন্ন বিষয় পড়তে হবে। যেহেতু ২০২৪ সালে নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে, তাই এ বছর থেকে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক এই বিভাজন উঠে যাবে। বর্তমান শিক্ষাক্রম দশম এবং দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে দশম, একাদশ ও দ্বাদশ—এই তিন শ্রেণিতে তিনটি পাবলিক পরীক্ষা থাকবে। তবে মাধ্যমিকে সবাই অভিন্ন বিষয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিষয়গুচ্ছ থাকবে। এখানেও একটি নতুনত্ব আছে। সেটি হলো কেউ বিজ্ঞানের বিষয়গুচ্ছকে প্রধান হিসেবে নিয়ে যদি মনে করে তার সাহিত্য বা অর্থনীতি শেখারও আগ্রহ আছে, তাহলে সেটি নেওয়ার সুযোগ পাবে।
নতুন শিক্ষাক্রম নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন শিক্ষাবিদেরা। নতুন শিক্ষাক্রমে মাধ্যমিকে বিভাজন উঠিয়ে দেওয়ার কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন। তিনি বলেন, যেদিন থেকে মাধ্যমিকে এই বিভাগ বিভাজন উঠে যাবে, সেদিন থেকেই বিজ্ঞান শিক্ষার কবর রচিত হবে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য তারিক আহসান বলেন, মাধ্যমিকে বিভাগের বিভাজন না থাকলেও অষ্টম থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের গুরুত্ব অন্য বিষয়গুলোর তুলনায় বেশি রাখা হয়েছে, যাতে সমন্বিত বিষয় হিসেবে থাকলেও এই বিষয়গুলো অধিক গুরুত্ব পায় এবং সেই অনুযায়ী শিখনসময় বরাদ্দ দেওয়া হয়।
মূল্যায়নপদ্ধতিতে আমূল পরিবর্তন এনে আজ থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে দেশে। সারা দেশ থেকে বাছাই করা ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে এই শিক্ষাক্রম চালু হবে আজ। এরপর আগামী মাসে চালু হবে প্রাথমিক স্তরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
মাধ্যমিক স্তরে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্যে এরই মধ্যে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন কারিকুলামের বই তুলে দিয়েছে সরকার। গত শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব শিক্ষার্থীর হাতে নতুন কারিকুলামের বই তুলে দেন।
দেশে এখন ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রম চলছে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার বিভিন্ন ধারার পরিবর্তন এবং নানা সংযোজন এনে আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু হবে নতুন শিক্ষাক্রম। এর অংশ হিসেবে কিছু প্রতিষ্ঠানে তা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ।
নতুন এ শিক্ষাক্রমে আনা হয়েছে নানা পরিবর্তন। এর অন্যতম প্রধান দিকটি হলো মূল্যায়নব্যবস্থায় আমূল পরিবর্তন। এত দিন প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে নির্বাচনী পরীক্ষা থাকলেও নতুন শিক্ষাক্রমে এই তিন শ্রেণিতে কোনো পরীক্ষা থাকবে না। সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিখন কার্যক্রমের ভিত্তিতে এসব শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তবে উচ্চমাধ্যমিক ছাড়া অন্যান্য শ্রেণিতে পরীক্ষা থাকলেও পরীক্ষার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়নটা বেশি হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ৭০ শতাংশ মূল্যায়ন হবে শ্রেণিকক্ষে, বার্ষিক পরীক্ষা হবে ৩০ শতাংশ নম্বরের। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ৬০ শতাংশ মূল্যায়ন শ্রেণিকক্ষে হবে। বাকি ৪০ শতাংশ হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে। আর একাদশ ও দ্বাদশে ৩০ শতাংশ শ্রেণিকক্ষে এবং ৭০ শতাংশ পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হবে।
নতুন শিক্ষাক্রম নিয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞান অর্জনের সঙ্গে দক্ষতা, সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ শিখতে পারবে। সবকিছুর সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীরা দক্ষ মানুষ হবে। তারা নিজেরা চিন্তা করতে শিখবে। আমরা শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে চাই।’
বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে এক দিন করে ছুটি রয়েছে। এখন নতুন শিক্ষাক্রমে যারা যুক্ত হচ্ছে, তারা সাপ্তাহিক দুই দিন ছুটি পাবে। এ ছাড়া ২০২৩ সালে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে ছুটি কার্যকর হবে।
নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণির আগপর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা থাকবে না। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে ১০টি অভিন্ন বিষয় পড়তে হবে। যেহেতু ২০২৪ সালে নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে, তাই এ বছর থেকে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক এই বিভাজন উঠে যাবে। বর্তমান শিক্ষাক্রম দশম এবং দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে দশম, একাদশ ও দ্বাদশ—এই তিন শ্রেণিতে তিনটি পাবলিক পরীক্ষা থাকবে। তবে মাধ্যমিকে সবাই অভিন্ন বিষয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিষয়গুচ্ছ থাকবে। এখানেও একটি নতুনত্ব আছে। সেটি হলো কেউ বিজ্ঞানের বিষয়গুচ্ছকে প্রধান হিসেবে নিয়ে যদি মনে করে তার সাহিত্য বা অর্থনীতি শেখারও আগ্রহ আছে, তাহলে সেটি নেওয়ার সুযোগ পাবে।
নতুন শিক্ষাক্রম নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন শিক্ষাবিদেরা। নতুন শিক্ষাক্রমে মাধ্যমিকে বিভাজন উঠিয়ে দেওয়ার কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন। তিনি বলেন, যেদিন থেকে মাধ্যমিকে এই বিভাগ বিভাজন উঠে যাবে, সেদিন থেকেই বিজ্ঞান শিক্ষার কবর রচিত হবে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য তারিক আহসান বলেন, মাধ্যমিকে বিভাগের বিভাজন না থাকলেও অষ্টম থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের গুরুত্ব অন্য বিষয়গুলোর তুলনায় বেশি রাখা হয়েছে, যাতে সমন্বিত বিষয় হিসেবে থাকলেও এই বিষয়গুলো অধিক গুরুত্ব পায় এবং সেই অনুযায়ী শিখনসময় বরাদ্দ দেওয়া হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪