রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জলাশয় ভরাট করে ছাত্রীদের জন্য একটি আবাসিক হল নির্মাণ করা হচ্ছে। আবার নির্মাণাধীন হলটির পাশে একাডেমিক ভবন। এতে ছাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা বলছেন, হলের স্থান নির্ধারণের সময় তাঁরা আপত্তি জানিয়েছিলেন। নির্ধারিত স্থান পরিবর্তন করে তৎকালীন উপাচার্য তাঁর ব্যক্তিগত আগ্রহে এখানে হল নির্মাণের সিদ্ধান্ত নেন।
তবে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের দাবি, ওই স্থানে জলাশয় ছিল না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যেখানে হল নির্মিত হচ্ছে সেটি ছিল নিচু ভূমি। জলাশয় ছিল না। পূর্ববতী প্রশাসন এই স্থান নির্ধারণ করেছে। অবকাঠামোগত উন্নয়ন করতে গেলে এমনটা হবেই।’ স্থান পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘এটি আমার জানা নেই।’
উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার দাবি, এটি জলাশয় ছিল না। তিনি বলেন, নিচু ভূমি হওয়ায় এখানে হলের পানি এসে জমা হতো। ফলে চারপাশ দিয়ে বেঁধে মাছ চাষ করা হতো।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ২০১৫ সালে ৩৬৪ কোটি টাকার একটি বাজেট পাস হয়। সেই বাজেটে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও শিক্ষার মানন্নোয়নে ছাত্র-ছাত্রীদের জন্য ১০ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল, একটি ২০ তলা একাডেমিক ভবন এবং শিক্ষকদের জন্য একটি ১০ তলা টাওয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী স্থান নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ‘দেশরত্ন শেখ হাসিনা’ নামে ছাত্রীদের জন্য হলের স্থান নির্ধারণ করে রোকেয়া হলের পাশে।
তবে ২০১৭ সালে অধ্যাপক আব্দুস সোবহান উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর নতুন করে ৫০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়। নতুন পরিকল্পনায় ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের স্থান পরিবর্তন করে খালেদা জিয়া হল ও তৃতীয় বিজ্ঞান ভবনের মাঝের ‘জলাশয়ের’ মধ্যে নির্ধারণ করা হয়। সম্প্রতি জলাশয় ভরাট করে সেখানে হল নির্মাণের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০১৫ সালে তৈরি করা মাস্টারপ্ল্যানের স্থান নির্ধারণী কমিটির সদস্য ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুর হোসেন। তিনি বলেন, ‘আমরা মাস্টারপ্ল্যানে মেয়েদের হলগুলো একটি অঞ্চলের মধ্যে নিয়ে আসতে চেয়েছিলাম। যার কারণে রোকেয়া হলের পাশেই ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে উপাচার্যের দায়িত্ব পেয়ে অধ্যাপক আব্দুস সোবহান সেই জায়গা বাতিল করে নতুর স্থান নির্ধারণ করেন।’
অধ্যাপক মঞ্জুর আরও বলেন, জলাশয় ভরাট করে যেখানে হল নির্মাণ করা হচ্ছে, তার পাশেই একাডেমিক ভবন। ফলে মেয়েদের নিরাপত্তার একটি বিষয় রয়েছে। এ ছাড়া জলাশয় ভরাট করে ভবন নির্মাণে সরকারি নিষেধাজ্ঞা আছে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক সুফিয়া নাজিম বলেন, জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না। সে ক্ষেত্রে অনুমতি দেওয়া না-নেওয়ার প্রশ্নই আসে না। জলাশয় ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ জলাশয় ভরাট করে, তা আইনের লঙ্ঘন।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বিগত চার বছর উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসনে থাকাকালেই ৫০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়। জলাশয় ভরাট করে হল নির্মাণের বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নামে নির্মিত হতে যাওয়া হলটির স্থান নির্ধারণের সময় প্রশাসনের মধ্যেই আমরা অনেকেই আপত্তি জানিয়েছিলাম। কারণ, এটি একাডেমিক ভবনের খুবই কাছে। তা ছাড়া, জলাশয়ের মধ্যে এর স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তৎকালীন উপাচার্য তাঁর একান্ত ব্যক্তিগত আগ্রহে জলাশয়ের মধ্যেই হল নির্মাণের স্থান নির্ধারণ করেন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জলাশয় ভরাট করে ছাত্রীদের জন্য একটি আবাসিক হল নির্মাণ করা হচ্ছে। আবার নির্মাণাধীন হলটির পাশে একাডেমিক ভবন। এতে ছাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা বলছেন, হলের স্থান নির্ধারণের সময় তাঁরা আপত্তি জানিয়েছিলেন। নির্ধারিত স্থান পরিবর্তন করে তৎকালীন উপাচার্য তাঁর ব্যক্তিগত আগ্রহে এখানে হল নির্মাণের সিদ্ধান্ত নেন।
তবে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের দাবি, ওই স্থানে জলাশয় ছিল না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যেখানে হল নির্মিত হচ্ছে সেটি ছিল নিচু ভূমি। জলাশয় ছিল না। পূর্ববতী প্রশাসন এই স্থান নির্ধারণ করেছে। অবকাঠামোগত উন্নয়ন করতে গেলে এমনটা হবেই।’ স্থান পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘এটি আমার জানা নেই।’
উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার দাবি, এটি জলাশয় ছিল না। তিনি বলেন, নিচু ভূমি হওয়ায় এখানে হলের পানি এসে জমা হতো। ফলে চারপাশ দিয়ে বেঁধে মাছ চাষ করা হতো।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ২০১৫ সালে ৩৬৪ কোটি টাকার একটি বাজেট পাস হয়। সেই বাজেটে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও শিক্ষার মানন্নোয়নে ছাত্র-ছাত্রীদের জন্য ১০ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল, একটি ২০ তলা একাডেমিক ভবন এবং শিক্ষকদের জন্য একটি ১০ তলা টাওয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী স্থান নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ‘দেশরত্ন শেখ হাসিনা’ নামে ছাত্রীদের জন্য হলের স্থান নির্ধারণ করে রোকেয়া হলের পাশে।
তবে ২০১৭ সালে অধ্যাপক আব্দুস সোবহান উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর নতুন করে ৫০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়। নতুন পরিকল্পনায় ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের স্থান পরিবর্তন করে খালেদা জিয়া হল ও তৃতীয় বিজ্ঞান ভবনের মাঝের ‘জলাশয়ের’ মধ্যে নির্ধারণ করা হয়। সম্প্রতি জলাশয় ভরাট করে সেখানে হল নির্মাণের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০১৫ সালে তৈরি করা মাস্টারপ্ল্যানের স্থান নির্ধারণী কমিটির সদস্য ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুর হোসেন। তিনি বলেন, ‘আমরা মাস্টারপ্ল্যানে মেয়েদের হলগুলো একটি অঞ্চলের মধ্যে নিয়ে আসতে চেয়েছিলাম। যার কারণে রোকেয়া হলের পাশেই ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে উপাচার্যের দায়িত্ব পেয়ে অধ্যাপক আব্দুস সোবহান সেই জায়গা বাতিল করে নতুর স্থান নির্ধারণ করেন।’
অধ্যাপক মঞ্জুর আরও বলেন, জলাশয় ভরাট করে যেখানে হল নির্মাণ করা হচ্ছে, তার পাশেই একাডেমিক ভবন। ফলে মেয়েদের নিরাপত্তার একটি বিষয় রয়েছে। এ ছাড়া জলাশয় ভরাট করে ভবন নির্মাণে সরকারি নিষেধাজ্ঞা আছে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক সুফিয়া নাজিম বলেন, জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না। সে ক্ষেত্রে অনুমতি দেওয়া না-নেওয়ার প্রশ্নই আসে না। জলাশয় ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ জলাশয় ভরাট করে, তা আইনের লঙ্ঘন।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বিগত চার বছর উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসনে থাকাকালেই ৫০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়। জলাশয় ভরাট করে হল নির্মাণের বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নামে নির্মিত হতে যাওয়া হলটির স্থান নির্ধারণের সময় প্রশাসনের মধ্যেই আমরা অনেকেই আপত্তি জানিয়েছিলাম। কারণ, এটি একাডেমিক ভবনের খুবই কাছে। তা ছাড়া, জলাশয়ের মধ্যে এর স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তৎকালীন উপাচার্য তাঁর একান্ত ব্যক্তিগত আগ্রহে জলাশয়ের মধ্যেই হল নির্মাণের স্থান নির্ধারণ করেন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫