Ajker Patrika

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ০৩
বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচন আজ বুধবার। এ বছর নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের একটি ও আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি প্যানেল অংশ নিচ্ছে।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক ড. সুবাস চন্দ্র দাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর দলীয় দ্বন্দ্বের কারণে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম থেকে দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে একটি প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. মো. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. গোলাম ফারুক প্রার্থী হয়েছেন।

এ ছাড়া আওয়ামী পন্থীদের নীল দল সমর্থিত প্যানেলে সভাপতি পদে অধ্যাপক ড. এম. এ . এম. ইয়াহিয়া খন্দকার এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন প্রার্থী হয়েছেন।

এদিকে বিএনপিপন্থী সোনালি দলের প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আবদুল আলীম প্রার্থী হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত