Ajker Patrika

জাওয়াদের প্রভাবে বৃষ্টি ধানের ব্যাপক ক্ষতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ০৩
জাওয়াদের প্রভাবে বৃষ্টি ধানের ব্যাপক ক্ষতি

‘গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আবার এলাকায় শ্রমিকসংকট রয়েছে। ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছি।’ গতকাল সোমবার এসব কথা বলেন চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের বর্গাচাষি মো. ওমর ফারুক।

তাঁর মতো ফটিকছড়ির বেশির ভাগ চাষির খেতের পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানা গেছে, ফটিকছড়িতে এবার ২১ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। এবার ফলনও ভালো হওয়ার আশা করেছিল কৃষক ও কৃষি অফিস। কিন্তু শ্রমিকসংকটের কারণে বেশির ভাগ ধান ঘরে তুলতে পারেননি কৃষকেরা।

এ সময় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাসে খেতের পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার দৌলতপুর, রোসাংগিরী, হারুয়ালছড়ি, লেলাং, সুয়াবিল, বক্তপুর, ধর্মপুর, নারায়ণহাট, নানুপুর ও কাঞ্চননগর ইউনিয়নে পাকা ধানের বেশি ক্ষতি হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বৃষ্টিতে খেতের পাকা ধানগাছ মাটিতে পড়ে গেছে। আবার কোথাও কোথাও কাটা ধান পানিতে ভাসছে। এ ছাড়া পানিতে ডুবে গেছে মাঠের অন্য সব ফসলও।

কুম্ভারপাড়া গ্রামের কৃষক মুহাম্মদ শাহজাহান বলেন, ‘গত কিছুদিন থেকে ধান পাকলেও পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় পিছিয়ে যাচ্ছে ধান মাড়াইয়ের কাজ। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। এতে ধানের অনেক ক্ষতি হয়েছে। ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

রোসাংগিরী গ্রামের কৃষক মুহাম্মদ আলী বলেন, ‘বৃষ্টির ফলে ধানের ক্ষতি হওয়ায় এলাকার চাষিদের মধ্যে বেশ হতাশা বিরাজ করছে। সবার চোখে-মুখে দেখা এখন দুশ্চিন্তার ছাপ।’

পূর্ব ফরহাদাবাদ গ্রামের কৃষক মো. হারুন বলেন, বৃষ্টিতে এভাবে ধানের ক্ষতি হবে ভাবিনি। আমার ৮ কানি ধানের মধ্যে পাঁচ কানি জমির ধান এখনো ঘরে তুলতে পারেনি। ঘরে তুলতে পারব কী জানি না।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, এবার আমন ধানে বাম্পার ফলন হয়েছে। তবে ধান ঘরে তোলার সময় বৃষ্টি না হলে চাষিরা আরও বেশি লাভবান হতেন। তিনি ক্ষতি পোষাতে চাষিদের সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত