Ajker Patrika

আরও দুজন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১২: ৩৭
আরও দুজন গ্রেপ্তার

খুলনা মহানগরীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। মামলায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার রাতে অভিযুক্ত দুই ব্যক্তিকে বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, খুলনার শিরোমণি পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুমন (২৭) এবং মো. আল আমিন মল্লিক (২২)।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। ওই রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ৪-৫ জন লোক ওই দম্পতিকে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৬-এর একটি দল অভিযান শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে সোমবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সুমন ও মো. আল আমিন মল্লিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়। এর আগে ধর্ষণের ঘটনার দিন রাতেই অভিযোগের পর মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করেছিল খানজাহান আলী থানা-পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টায় আইয়ান জুট মিলের এক নারী শ্রমিক তার স্বামীর সঙ্গে শিরোমণি পূর্ব পাড়া বাসা থেকে শিরোমণি বাজারে যাচ্ছিলেন। তারা শিরোমণি পূর্ব পাড়া কামরুলের গ্যারেজের সামনে আসলে আসামিরা তাদের মুখ চেপে ধরে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ধর্ষকেরা মামলা না করার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছে। মামলার পর পুলিশ রাতেই একজনকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত