Ajker Patrika

এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা আগে করিনি

রানা আব্বাস, হোবার্ট থেকে
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১২: ৩৭
এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা আগে করিনি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলটা পুরোই সাকিব আল হাসানকেন্দ্রিক। দুবাইয়ে এশিয়া কাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক আসেননি সংবাদমাধ্যমের সামনে। আজ হোবার্টে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব।  সংবাদ সম্মেলনের বেশির ভাগ প্রসঙ্গই থাকল এখানে—   

দলের প্রস্তুতি
‘খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই ফিট এবং খেলতে তৈরি। আমার মতে, নিউজিল্যান্ডে খেলা চার ম্যাচ আমাদের সহায়তা করবে। বিশেষ করে হোবার্টের আবহাওয়া অনেকটা ক্রাইস্টচার্চের মতো। সবাই প্রস্তুত এবং আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।’

সঠিক একাদশ কি পেয়েছে বাংলাদেশ
‘এখানে ১৫ জন খেলতে এসেছে। সবাই তৈরি এবং ফিট। প্রতিটা পজিশনে মানিয়ে নেওয়ার মতো সক্ষমতা রাখে। আমি চাই সবাই সেটা পারবে। দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে, সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে। টি-টোয়েন্টিতে ওই দলগুলো ভালো করে, যাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি।’

নেদারল্যান্ডস কি স্বস্তিদায়ক প্রতিপক্ষ
‘বিশ্বকাপে আমাদের নিশ্চিত যে পাঁচটা ম্যাচ আছে, এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি নিয়ে এসেছি। এখানে যার সঙ্গেই খেলি, আমাদের প্রস্তুতি একই রকম থাকবে।  সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা—সবার সঙ্গে একই থাকবে। নেদারল্যান্ডস বাছাই পেরিয়ে যোগ্য দল হিসেবেই এসেছে। এই ধারণাও হয়তো আপনারা তৈরি করেছেন যে নেদারল্যান্ডস আসায় হয়তো বাংলাদেশ স্বস্তি বোধ করছে। আমাদের দলের যে ধরনের চিন্তাভাবনা, আমরা এভাবে কখনো প্রস্তুতি নিই না; আমার মনেও হয় না  কোনো দল এমন চিন্তা করে, কে এলে ভালো, কে এলে খারাপ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এলে আমরা যে প্রস্তুতি নিতাম, অন্য যে দলের সঙ্গেও একই প্রস্তুতি থাকবে। আর স্বস্তির কি না, দেশে এ রকম ইয়ে চলছে, সেটা অবশ্যই মিডিয়ার তৈরি করা।’

খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে চ্যালেঞ্জ
‘এটা একটা মজার বিষয় যে একটা চ্যালেঞ্জ... আপনার কথামতো একটা চ্যালেঞ্জ আছে। যদিও এ ধরনের কখনো কোনো চিন্তা করিনি যে আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জটা আমার নিতে হবে বা আমার কিছু প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি। এমন একটা ফরম্যাট, যেখানে আমরা কখনো অত একটা ভালো করিনি। তবে বিশ্বাস করি, এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’

হোবার্টে খেলার ব্যক্তিগত অভিজ্ঞতা
‘(হোবার্টে) অনেক আগে একটা ম্যাচ খেলেছি। সেটা খুব বেশি একটা সহায়তা করবে বলে মনে হয় না। অবশ্যই মাঠে যদি একটু ফিল্ডিং করতে পারতাম বা ট্রেনিং করতে পারতাম, ভালো হতো। কিন্তু সেটা সম্ভব হয়নি যেহেতু আজ (গতকাল) একটা ম্যাচও আছে ওই মাঠে। প্রথম রাউন্ডের ম্যাচ হয়েছে, এসব থেকে বেশ একটা ভালো ধারণা পাওয়া সম্ভব বলে মনে করি। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, এখানে আপনি যত বেশি ওপেন মাইন্ডেড থাকবেন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন যত তাড়াতাড়ি... কারণ, খেলাটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, আপনার ঘন ঘন মানিয়ে নিতে হয়।’

সংবাদমাধ্যমও কি বাংলাদেশের প্রতিপক্ষ
‘এটা আপনারা ভালো বলতে পারবেন, মানুষকে বিচার করতে দেন, আমি জাজ না হই। আমি খুব বেশি কিছু জাজ করতে আসলে পছন্দ করি না। আমার মনোযোগ হচ্ছে দলকে নিয়ে, কালকের (আজ) ম্যাচ নিয়ে, কীভাবে ভালো করতে পারি ও জিততে পারি।’

গত কিছুদিনে ইতিবাচক কী ছিল
‘ইতিবাচক আর নেতিবাচক বিষয় নিয়ে আমরা সারাক্ষণই কথা বলতে থাকি। এগুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলার ইচ্ছা আমার নেই। যেটা বারবার বলছি, আমাদের মনোযোগ হলো পরের পাঁচটা ম্যাচ। আমরা একই প্রস্তুতি ও মানসিকতা নিয়ে নামব এবং সেটা জেতার জন্যই। হয়তো কোনো ম্যাচে আমরা সফল হব, কোনো ম্যাচে সফল হব না। তবে এতে আমাদের যে প্রস্তুতি বলেন বা যে চিন্তা আমরা করি, তার কোনো পরিবর্তন আসবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত