Ajker Patrika

অষ্টগ্রামে সুপেয় পানির সংকট

মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫: ২৭
অষ্টগ্রামে সুপেয় পানির সংকট

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সুপেয়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ নলকূপে পানি উঠছে না। যে সব নলকূপে পানি উঠছে সেখান থেকে পানি সংগ্রহে লম্বা সারি পড়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছরের অর্ধেক সময় পানিবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। এ সময় ৭০-৮৫ ভাগ অগভীর নলকূপ ও বেশ কিছু গভীর নলকূপেও পানি ওঠে না। এ সময় খাবার পানি ও গৃহস্থালি কাজের পানি সংগ্রহে দুর্ভোগ পোহাতে হয়।

অন্যদিকে বিনা মূল্যে বিতরণ করা প্রায় ৬৫ ভাগ গভীর নলকূপ বাড়ি মালিকেরা নিজেদের বাড়ি বা বেষ্টনী দিয়ে ব্যবহার করায় সাধারণ মানুষ খাবার পানি নিতে পারে না।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে প্রাকৃতিক ও বোরো সেচে ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় সুপেয় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। যে কারণে প্রায় ৬০ ভাগ অগভীর নলকূপে পানি উঠছে না। তবে, গভীর নলকূপের পানি না ওঠার কোনো তথ্য জানা নেই বলে দায়িত্বশীলেরা জানান।

ইটনা উপজেলা সদর ইউনিয়নের হালিমা খাতুন বলেন, কী কমু বুঝি না, সারা বছর পানিতে থাকে। ফাল্গুন-চৈত্র মাস এলে নলকূপগুলো বন্ধ হয়ে যায়। খাবার ও গোসলের পানির অভাবে অশান্তি লাগে।

অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আবদুল্লাহপুর ইউনিয়নের রোজিনা খাতুন বলেন, ‘পানির দেশে পানির অভাব, এটা বিশ্বাস করার মতো না। কিন্তু এটাই সত্যি। আমরা খাবার পানি ও ঘরের কাজে পানির কষ্ট করি।’

অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, উপজেলার অধিকাংশ নলকূপ ও মোটরে পানি উঠছে না। এমনকি ৭০০ ফুট গভীর নলকূপেও পানি ওঠে না। খাবার পানির সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। আরও বেশি গভীর নলকূপ স্থাপন করতে হবে। সঙ্গে হাওরাঞ্চলের নদী, খাল পুনঃখনন করে কৃষি সেচে ভূগর্ভস্থ পানির ব্যবহার রোধ করতে হবে।

উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. আবু জাকারিয়া বলেন, বৃষ্টিপাত কম হওয়া ও অগভীর নলকূপের মাধ্যমে সেচের পরিমাণ বেড়ে যাওয়ায় হাওর অঞ্চলে অনেক অগভীর নলকূপে বর্তমানে পানি উঠছে না। তবে জনস্বাস্থ্যের স্থাপিত গভীর নলকূপগুলো চালু আছে এবং লোকজন এগুলো থেকে পানি সংগ্রহ করছে। হাওরাঞ্চলে গভীর নলকূপের ব্যাপক চাহিদা থাকায় আরও বেশি পরিমাণে গভীর নলকূপ বরাদ্দ প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত