Ajker Patrika

সিরিজের শুটিংয়ে তুরস্কে

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১০: ৫৭
সিরিজের শুটিংয়ে তুরস্কে

ইদানীং বাংলা ছবির শুটিংয়ের জন্য আগ্রহের জায়গা হয়ে উঠেছে তুরস্ক। এর আগে শাকিব খান তাঁর ‘পাসওয়ার্ড’ ছবির গানের শুটিং করেছেন তুরস্কে। অনন্ত জলিল ‘দিন দ্য ডে’র কিছু অংশের কাজ করেছেন সেখানে। আরও কয়েকজন নির্মাতা তুরস্কে কাজের পরিকল্পনা করছেন।

এর মধ্যেই খবর এল, ‘ট্যুর’ নামে আট পর্বের ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য তুরস্কে যাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। মানসিক ভারসাম্যহীন ও ভ্রমণপিপাসু এক খুনির গল্প নিয়ে তৈরি হবে সিরিজটি। প্রধান চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু। আরও থাকবেন সেমন্তি সৌমি, শাকিলা পারভিনসহ অনেকেই।

অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, ‘গল্পের প্রয়োজনেই তুরস্কে শুটিং ফেলেছেন নির্মাতা। বাংলাদেশি এক ব্যক্তি, তুরস্কে যায় জীবিকার তাগিদে। সেখানেই পুরো সিরিজের গল্প। এর বেশি এই মুহূর্তে বলা যাচ্ছে না অফিশিয়াল কারণেই। এ মাসের শেষের দিকে শুটিং টিম তুরস্কে রওনা দেওয়ার পরিকল্পনা করছে বলে আমি জানি।’

অনন্য মামুন বলেন, ‘তুরস্কেই সম্পূর্ণ ওয়েব সিরিজের শুটিং করব আমরা। পরিকল্পনা আছে ২০ দিনের শুটিংয়ের। চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। আমরা এখন শিল্পী ও কলাকুশলীদের ভিসার জন্য কাজ করছি। ভিসা হাতে পেলেই সামনের মাসে শুটিংয়ের জন্য দেশ ছাড়ব আমরা।’

শুটিং শেষে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আট পর্বের ওয়েব সিরিজ ‘ট্যুর’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত