Ajker Patrika

১০ বাংলাদেশিকে ফেরাতে বিজিবির সহায়তা কামনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ০৪
১০ বাংলাদেশিকে ফেরাতে বিজিবির সহায়তা কামনা

অনুপ্রবেশের পর ভারতের কৈলাশহরে আটকা পড়া ১০ বাংলাদেশিকে ফেরাতে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সহায়তা চেয়েছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। গত সোমবার বিকেলে শ্রীমঙ্গলে বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ সাহায্য চান।

এ সময় সাংসদ বলেন, বাংলাদেশী নাগরিকদের ফিরে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কথা বলা হবে।

ভারতের উত্তর ত্রীপুরা গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়েছে ১০ বাংলাদেশি। তাঁরা ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর কারাগারে দীর্ঘ দিন কারাভোগ করেন। ইতিমধ্যে কারাভোগ শেষে হলেও বিভিন্ন আইনি জটিলতায় তারা দেশে ফিরতে পারছেন না। বর্তমানে তাদের কৈলাশহর স্যাটেলার হোমে রাখা হয়েছে।

আটক ১০ বাংলাদেশিরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লালমতি রানী সরকার, একই উপজেলার খেলা রানী সরকার, জনতা রানী সরকার। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা ইউনিয়নের ইসমানন্দর আলী ওরফে মন্তাজ আলী, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলার রাজন মিয়া ও সাহান আলী, একই ইউনিয়নের আহমেদ আলী, আব্দুল নান্টু মিয়া, কমলগঞ্জ উপজেলার ডবলছড়া চা-বাগানের রাজু মাদ্রাজী ও একই এলাকার শ্রী রানা সাঁওতাল।

কৈলাশহর থেকে প্রকাশিত দৈনিক উত্তর ত্রিপুরা পত্রিকার সম্পাদক মোহিত পাল ও সাংবাদিক দেবাশীষ দত্ত মুঠোফোনে জানান, ১০ বাংলাদেশি কারাভোগের পর তাঁদের নিরাপত্তার জন্য সেটলার হোমে রাখা হয়েছে। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আগরতলার বাংলাদেশ কনস্যুলার অফিস মাধ্যমে মৌলভীবাজার-৪ আসনের সাংসদকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত