Ajker Patrika

‘রক্তাক্ত করোটি’ মঞ্চস্থ

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
‘রক্তাক্ত করোটি’ মঞ্চস্থ

মাগুরা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) বধ্যভূমিতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী সংগঠিত গণহত্যার বধ্যভূমিতে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে নাটক রক্তাক্ত করোটি মঞ্চস্থ হয়।

গত শনিবার রাত সাড়ে ৯টায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ নাটক মঞ্চস্থ হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়ালি যোগ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধক হিসেবে ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।

মুক্তিযুদ্ধে মাগুরার প্রেক্ষাপট নিয়ে শাহীন রেজা রাসেলের রচনায় এবং ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় এ নাটকে স্থানীয় ৫০ বেশি শিল্পীরা অংশ নেন। নাটকটি দেখতে এই বধ্যভূমিতে ভিড় করে স্থানীয় মানুষ। সাড়ে দশটায় এই নাটক সমাপ্ত হয়। দর্শকরা নাটকটি উপভোগ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত