Ajker Patrika

কলাপাড়ায় ১ হাজার কেজি জাটকা জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
কলাপাড়ায় ১ হাজার কেজি জাটকা জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার আলিপুর শেখ রাসেল সেতুর টোল সংলগ্ন এলাকায় ডলফিন পরিবহন থেকে এ জাটকা জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার শাফকাত হোসেন (এক্স) বিএন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ১ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করি। কিন্তু সঙ্গে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত