নির্ভার রিয়াল, সেমির স্বপ্ন নাপোলিরশিষ্যদের নিয়ে ইতিমধ্যে লন্ডনে পৌঁছে গেছেন কার্লো আনচেলত্তি। গতকাল মাদ্রিদ থেকে উড়াল দেওয়ার সময় বিমানে বেশ হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন করিম বেনজেমারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সেসব ছবি-ভিডিও পোস্ট করে রিয়াল মাদ্রিদও জানিয়ে দিয়েছে, চেলসির বিপক্ষে চাপমুক্ত হয়ে মাঠে নামবে তারা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-০ গোলের জয়, আর ‘প্রিয়’ প্রতিযোগিতা বলে কথা! ফিরতি লেগ স্ট্যামফোর্ড ব্রিজে হলেও নিজেদের হারিয়ে খোঁজা চেলসির বিপক্ষে লস ব্লাঙ্কোসরাই যে ফেবারিট, সেটি যে কেউ চোখ বন্ধ করে বলে দেবে। কিন্তু ফুটবলে শেষ বলে যে কিছুই নেই, সেটি অজানা নয় আনচেলত্তির। সেমিফাইনাল নিশ্চিত করতে সতর্ক থাকতেই হচ্ছে তাঁকে।
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও আপাতত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না। গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু ল্যাম্পার্ড এসেও ব্লুজদের জয়ে ফেরাতে পারেননি। তাঁর অধীনে গত তিন ম্যাচের তিনটিতেই হেরেছে চেলসি। তবে রিয়ালের বিপক্ষে প্রথম লেগে হারলেও এখনো শেষ চারের আশা ছাড়েনি চেলসি। গতকাল ল্যাম্পার্ডের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে ব্লুজদের গোলরক্ষক কেপা আরিজাবালাগা বলেছেন, ‘আমরা অতিরিক্ত কিছু চিন্তা করছি না। আত্মবিশ্বাসী এবং উপভোগ করছি। আমাদের আরও ভালো করতে হবে।’
শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে নাপোলিও। সিরি ‘আ’ জয়ের পাশাপাশি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে যেতে হলে নিজেদের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে জিততেই হবে তাদের। প্রথম লেগে সান সিরোতে ১-০ গোলে হেরেছিল লুসিয়ানো স্পেলেত্তির দল। দুই দলই লিগে নিজেদের আগের ম্যাচে ড্র করেছে। তবে ২০০৭ সালের পর প্রথমবার সেমির স্বপ্ন দেখা মিলানও এগিয়ে থাকায় সুযোগ হাতছাড়া করতে চাইবে না।
নির্ভার রিয়াল, সেমির স্বপ্ন নাপোলিরশিষ্যদের নিয়ে ইতিমধ্যে লন্ডনে পৌঁছে গেছেন কার্লো আনচেলত্তি। গতকাল মাদ্রিদ থেকে উড়াল দেওয়ার সময় বিমানে বেশ হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন করিম বেনজেমারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সেসব ছবি-ভিডিও পোস্ট করে রিয়াল মাদ্রিদও জানিয়ে দিয়েছে, চেলসির বিপক্ষে চাপমুক্ত হয়ে মাঠে নামবে তারা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-০ গোলের জয়, আর ‘প্রিয়’ প্রতিযোগিতা বলে কথা! ফিরতি লেগ স্ট্যামফোর্ড ব্রিজে হলেও নিজেদের হারিয়ে খোঁজা চেলসির বিপক্ষে লস ব্লাঙ্কোসরাই যে ফেবারিট, সেটি যে কেউ চোখ বন্ধ করে বলে দেবে। কিন্তু ফুটবলে শেষ বলে যে কিছুই নেই, সেটি অজানা নয় আনচেলত্তির। সেমিফাইনাল নিশ্চিত করতে সতর্ক থাকতেই হচ্ছে তাঁকে।
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও আপাতত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না। গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু ল্যাম্পার্ড এসেও ব্লুজদের জয়ে ফেরাতে পারেননি। তাঁর অধীনে গত তিন ম্যাচের তিনটিতেই হেরেছে চেলসি। তবে রিয়ালের বিপক্ষে প্রথম লেগে হারলেও এখনো শেষ চারের আশা ছাড়েনি চেলসি। গতকাল ল্যাম্পার্ডের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে ব্লুজদের গোলরক্ষক কেপা আরিজাবালাগা বলেছেন, ‘আমরা অতিরিক্ত কিছু চিন্তা করছি না। আত্মবিশ্বাসী এবং উপভোগ করছি। আমাদের আরও ভালো করতে হবে।’
শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে নাপোলিও। সিরি ‘আ’ জয়ের পাশাপাশি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে যেতে হলে নিজেদের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে জিততেই হবে তাদের। প্রথম লেগে সান সিরোতে ১-০ গোলে হেরেছিল লুসিয়ানো স্পেলেত্তির দল। দুই দলই লিগে নিজেদের আগের ম্যাচে ড্র করেছে। তবে ২০০৭ সালের পর প্রথমবার সেমির স্বপ্ন দেখা মিলানও এগিয়ে থাকায় সুযোগ হাতছাড়া করতে চাইবে না।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫