Ajker Patrika

করোনার টিকা নিয়েছেন ৪ লাখ ৮৮ হাজার জন

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৭
করোনার টিকা নিয়েছেন ৪ লাখ ৮৮ হাজার জন

ঝালকাঠি জেলায় গত এক বছরে ৪ লাখ ৮৮ হাজার ৪৩০ জন করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। এদের মধ্যে ২ লাখ ৬২ হাজার ৪২৬ জন নারী এবং ২ লাখ ২৭ হাজার ৭৩৯ জন পুরুষ।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন দেওয়া শুরুর প্রথম ৩ মাসে নারীরা পিছিয়ে ছিল। বর্তমানের ভ্যাকসিন গ্রহণে তাঁদের হার বাড়ছে। জেলায় ৪ হাজার ৬৮৬ জন এখন পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৫১ জন পুরুষ ও ১ হাজার ৭৩৫ জন নারী।

ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন নিয়েছেন ২১ হাজর ৯৪৮ জন, মডার্না ২ হাজার ৬৮ জন, ফাইজার ৯৬ হাজার ১৩৫ জন, সিনোফার্মা ২ লাখ ৬৮ হাজার ৮৬৬ জন এবং সিনোভ্যাক নিয়েছেন ২৭ হাজার ৫৮৫ জন। ১২ থেকে ১৮ বছর বয়সী ৬৭ হাজার ১৪২ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে।

বর্তমানে জেলায় মডার্নার ১০০, ফাইজারের ৫ হাজার ২১৪, সিনোফার্মার ৬৬ হাজার ৪, সিনোভ্যাকের ১ লাখ ১৮ হাজার ৮১৫টি ভ্যাকসিন মজুত রয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন শিহাব উদ্দিন জানান, করোনার ভ্যাকসিন নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন করতে এবং বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের ১১৩টি নমুনা পরীক্ষা থেকে ৫২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত