Ajker Patrika

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন নয়নতারা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১৮
কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন নয়নতারা

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ২০০৩ সালে মালায়ালম সিনেমা ‘মানসসিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেন। এরপর অল্প দিনেই তামিল, তেলুগু ও মালায়ালম সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন নয়নতারা। সম্প্রতি তাঁর একটি অভিযোগ সিনে দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নয়নতারা কাস্টিং কাউচের যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

সিনে দুনিয়ায় কাস্টিং কাউচ একটি বিতর্কিত বিষয়। অনেক জনপ্রিয় অভিনেত্রী এ অভিজ্ঞতার শিকার হয়েছেন। কেউ হয়তো সেটা প্রকাশ করেছেন, কেউ চেপে গেছেন। তবে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন নয়নতারা। তাঁর অভিযোগ, অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে তাঁকে একবার অশ্লীল কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

নয়নতারা জানান, সেটা তাঁর অভিনয়জীবনের প্রথম দিকের ঘটনা। একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে প্রযোজকের পক্ষ থেকে জুড়ে দেওয়া হয়েছিল একটি ‘আপত্তিকর’ শর্ত। অভিনেত্রী সে শর্তে রাজি হননি, বরং তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, নিজের অভিনয় প্রতিভার প্রতি আত্মবিশ্বাস ছিল নয়নতারার।

সে ঘটনা এখন অতীত। তবে এত দিন পর বিষয়টি নিয়ে কথা বলার একটাই কারণ, নয়নতারা বোঝাতে চেয়েছেন, যদি কারও নিজের ওপর ভরসা থাকে, তাহলে কেউ তাঁকে দমিয়ে রাখতে পারে না। অভিনেত্রীর মতে, জনপ্রিয়তা পাওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। কেবল কঠোর পরিশ্রমই পারে কাউকে তাঁর কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে। এর আগে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন আনুশকা শেট্টিসহ দক্ষিণের বেশ কয়েকজন অভিনেত্রী।

নয়নতারার এখন পুরো সময়টা কাটছে পরিবার নিয়ে। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর গত বছর দক্ষিণী নির্মাতা ভিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা। গত বছরের ৯ অক্টোবর সারোগেসি পদ্ধতিতে যমজ পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন নয়নতারা-ভিগনেশ দম্পতি। অভিনেত্রীকে সামনে দেখা যাবে বলিউডে। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন নয়নতারা। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় আরও আছেন বিজয় সেতুপতি, দীপিকা প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত