Ajker Patrika

দেবব্রতের রসিকতা

আপডেট : ১৮ মে ২০২৩, ১০: ৩১
দেবব্রতের রসিকতা

দেবব্রত বিশ্বাসকে বহুদিন নানা অছিলায় রবীন্দ্রনাথের গান করতে দেয়নি বিশ্বভারতী। অথচ সে সময় পঙ্কজ মল্লিকের পর দেবব্রত বিশ্বাসই রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ও সে কথাই বলেছেন বারবার।

১৯৬১ সালে যখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, তখন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট মূকাভিনেতা যোগেশ দত্ত একটি অনুষ্ঠান প্রযোজনা করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন, রবীন্দ্রনাথকে নিয়ে কী রকম ব্যবসা চলছে, ভুল বার্তা যাচ্ছে সবার কাছে। অনুষ্ঠানটি দেখেছিলেন দেবব্রত বিশ্বাস। দেখে খুব খুশি হয়েছিলেন। তারপর দেখা হলে যোগেশ দত্তকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘কও যোগেশ, এই কথাটা বেশি কইরা কও। আমরা তো আর কিছুই কইতে পারি না, গুরুদেবের গান গাইয়া বেড়াই, তুমি এইটা জোরগলায় কও। সত্য কথা যদি সত্য কইরা না কইতে পারো, তো কিছুই করতে পারবা না।’

সেই যোগেশ দত্ত একদিন এসেছেন দেবব্রত বিশ্বাসের বাড়িতে। এ সময় একজন অচেনা ভদ্রলোক এলেন সেখানে। হাতে করে নিয়ে এসেছেন মিষ্টির বাক্স। তাঁকে দেখে দেবব্রত বিশ্বাস জিজ্ঞেস করলেন, ‘কী চাই?’ 

ভদ্রলোক বললেন, ‘আমি দেবব্রত বিশ্বাসের কাছে এসেছিলাম।’

বোঝা গেল, দেবব্রত বিশ্বাসকে তিনি চেনেন না। তাই সরল মুখে দেবব্রত বললেন, ‘জানেন না? তার তো অসুখ। সে তো হাসপাতালে আছে। আমি রান্না করতাছি। রান্না কইরা তারে দিয়া আসুম।’

ভদ্রলোক খানিক ইতস্তত করে বললেন, ‘এই মিষ্টিগুলি রেখে দিন দয়া করে।’

দুদিকে মাথা নেড়ে দেবব্রত বললেন, ‘না না, আপনে লইয়া যান। সে তো পিজিতে।’

ভদ্রলোক চলে যাওয়ার পর উপস্থিত লোকেরা বললেন, ‘এটা কী করলেন?’

দেবব্রত বিশ্বাস নির্বিকার চিত্তে বললেন, ‘আমার এখন মিষ্টি খাওয়া বারণ। মিষ্টিগুলি রাখলে তোমরা আমার সামনে বইস্যা বইস্যা খাইবা আর আমি দেখুম? তার চেয়ে ভদ্রলোক বাড়িতে নিয়া গেলেন, সেই তো ভালো হইল।’ 

সূত্র: শ্যামল চক্রবর্তী, ঝড় যে তোমার জয়ধ্বজা, পৃষ্ঠা ১৪৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত