Ajker Patrika

ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৫
ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের প্রতিবাদের বিক্ষোভ করেছেন অভিভাবকেরা। গতকাল রোববার সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের ২৬ নম্বর দক্ষিণ পত্তাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী বিদ্যালয় থেকে গোপনে চলে যান বলে অভিযোগ অভিভাবকদের। এ সময় ওই বিদ্যালয়ে শতাধিক অভিভাবক প্রায় দুই ঘণ্টা ধরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে ফরম কেনা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীর হোসেন জানান, গত ২৭ নভেম্বর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে তিনিসহ ৭ জনে ফরম কেনেন। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী কোনো নির্বাচন না দিয়ে টাকার বিনিময় তার ঘনিষ্ঠজনদের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।

এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী জানান, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরও জানান চার জন ফরম কিনেছেন, তাঁরাই নির্বাচিত হবেন।

এ বিষয় জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচন ছাড়া ম্যানেজিং গঠনের সুযোগ নাই। বিধি অনুযায়ী কমিটি গঠন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত