Ajker Patrika

৩৩ বছর পর বাড়ি ফিরলেন

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৪: ৫৮
৩৩ বছর পর বাড়ি ফিরলেন

নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের নিভিয়াঘাটা গ্রামের বাসিন্দা মো. জোয়াদ মিয়া (৭৭) নিজ বাড়িতে ফিরলেন ৩৩ বছর পর। গত রোববার তিনি বাড়ি ফেরেন। তাঁর বাড়ি ফেরা নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্ট হয়েছে। পরিবারের মধ্যে দেখা দিয়েছে আনন্দ। ফিরে আসার খবরে বিভিন্ন এলাকার মানুষজন তাঁকে দেখতে বাড়ি ভিড় করছে ৷

খোঁজ নিয়ে জানা গেছে, ৩৩ বছর আগে হঠাৎ কি মনে করে নিভিয়াঘাটা গ্রামের বেশির ভাগ সম্পত্তি বিক্রি করে তিনি অন্যত্র চলে যান। রেখে যান স্ত্রী রেজিয়া খাতুনসহ পাঁচ সন্তান। কিছু জমি কিনে বসবাস শুরু করেন পাশের নেত্রকোনার খালিয়াজুড়ি এলাকায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাঁকে পান সেখানে। পরে তিনি সেখান থেকেও অন্যত্র চলে যান। এর পর আর খোঁজ মেলেনি তাঁর। নিখোঁজের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন ভেবে নেন তিনি মারা গেছেন। জাতীয় পরিচয়পত্রে তাঁকে মৃত দেখিয়ে স্ত্রী রেজিয়া খাতুন ও পাঁচ সন্তান বাড়ির সম্পত্তি ভাগ বাঁটোয়ারা করে নেন। গত রোববার তিনি নান্দাইলে ফিরে আসেন।

বর্তমানে মো. জোয়াদ মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় বসবাস করেন এবং একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। সেখানে করেছেন দ্বিতীয় বিয়ে। রয়েছে দুই ছেলে ও মেয়ে। থাকেন শ্বশুর বাড়িতে ঘরজামাই। চার মেয়েকে দিয়েছেন বিয়ে। নান্দাইল নিভিয়াঘাটায় এসেছেন এক মেয়ের জামাই আতাউর রহমানকে নিয়ে।

আতাউর রহমান বলেন, ‘আমার শ্বশুর পাঁচ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে যান। পরে তিনি নান্দাইলে তাঁর স্ত্রী ও পাঁচ সন্তানের কথা জানান। প্রথমে বিষয়টি শুনে হতবাক হলেও সব কথা শুনে ঠিকানা নিয়ে তাঁকে নিয়ে আসলাম।’

স্ত্রী রেজিয়া খাতুন বলেন, ‘৩৩ বছর আগে স্ত্রী ও পাঁচ সন্তান ছেড়ে স্বামী নিখোঁজ হয়েছেন। অপেক্ষায় তো ছিলাম এত দিন। এখন আর কিছু চাওয়া পাওয়ার নাই। সবই আল্লার ইচ্ছা।’

মো. জোয়াদ মিয়া বলেন, ‘বাড়ি ছাড়ার পর আমি স্মৃতিভ্রষ্ট হয়েছিলাম। এখন বাড়ি এসে দেখি সবকিছু বদলে গেছে। ছেলেরা বড় হয়েছে। নানি নাতনি হয়েছে। ৩৩ বছর পর বাড়ি এলেও ভালো লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত