তাসনীম হাসান, চট্টগ্রাম
মোহাম্মদ শাহজাহানের বয়স যখন এক মাস, তখনই তাঁর মা মারা যান। বাবা আরেক বিয়ে করে নতুন সংসার পাতেন। এরপর শাহজাহান হয়ে পড়েন পথশিশু। এখানে-ওখানে ধাক্কা খেতে খেতে বড় হন খুব কষ্টে। একটু বড় হতেই কাজ নেন কাভার্ডভ্যানের সহকারী হিসেবে। কয়েক বছরের প্রচেষ্টায় হন চালক।
স্বপ্নের দুনিয়াটা যেন একটু একটু করেই বড় হচ্ছিল এই তরুণের। সেই স্বপ্ন এত দ্রুত যে শেষ হয়ে যাবে কে জানত! সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কনটেইনার ওঠানামার কাভার্ডভ্যান চালাতেন শাহজাহান। গত শনিবার রাতে সেই ডিপোতে বিস্ফোরণের পর আর তাঁর কোনো খোঁজ মিলছে না।
গতকাল সকালে শাহজাহানের খোঁজে ডিএনএ নমুনা দিতে এসেছিলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। বাবার খোঁজে মুখের নমুনা দেয় ছয় বছরের রিহান আহমেদ। তার মা রেশমি বেগমেরও নমুনা নেওয়া হয়। তাঁদের আশঙ্কা, শাহজাহান আর বেঁচে নেই।
মেয়ে ও দুই নাতিকে নিয়ে হাসপাতালে আসেন মোহাম্মদ লিটন। লিটন নিজেও সিএনজিচালিত অটোরিকশা চালান। সেই আয়ে কোনোরকমে চলে সংসার। এখন শাহজাহানের কোনো খোঁজ না পাওয়ায় দুই নাতি আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে চোখে অন্ধকার দেখছেন লিটন।
বিস্ফোরণের একটু আগেও শাহজাহানের সঙ্গে কথা হচ্ছিল শ্বশুর লিটনের। মেয়ে জামাইয়ের সঙ্গে সর্বশেষ কথা বলার সেই স্মৃতিচারণ করেন লিটন এভাবে, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানের সঙ্গে আমার কথা হয়। তখন সে বলছিল, তার গাড়ি ভেতরে নিরাপদে রেখে এসেছে। ভেতরে আরেকজন চালক অবস্থান করছে। তাকে নিয়ে একেবারে বের হবে। এর মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তারপর থেকে তার সঙ্গে আর কোনো কথা হয়নি।’
লিটন আক্ষেপের সুরে বলছিলেন, ‘শাহজাহানকে বারবার অনুরোধ করেছিলাম বের হয়ে আসতে। সে কোনো কথাই শুনল না। সে আগুনের ছবি তুলছিল। নিরাপদ দূরত্বে সরে গেলে আজ তাকে হারাতে হতো না।’
লিটন বলেন, ‘শাহজাহান খুব কষ্টে বড় হয়েছে। এক মাস বয়সে মা মারা যাওয়ার পর এখানে ওখানে দিন কেটেছে তাঁর। আট বছর আগে মেয়েকে তাঁর সঙ্গে বিয়ে দেন। দুই দিনেও খোঁজ পেলাম না। অলৌকিক কিছু না ঘটলে তাকে তো আর জীবিত পাব না। এখন যদি মরদেহটাও পাই, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। মরদেহটা মনসুরাবাদে তার মায়ের কবরের পাশে দাফন করতাম।’ বলতে বলতে লিটনের চোখ কান্নায় ঝাপসা হয়ে আসে, গলা ধরে আসে।
সেই কান্না সামলে উঠলেও লিটনের গলায় আবার দুঃখের সুর। বলেন, ‘গাড়ি চালিয়ে খুব কষ্টে সংসার চালাই। নিজের চার মেয়ে। দুজনকে বিয়ে দিয়েছি। এখন একজন স্বামীহারা হলো। মেয়ে আর দুই নাতিকে তো আগলে রাখতে হবে। কীভাবে যে সামনের দিনগুলো পাড়ি দেব, ভাবতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ছে।’
মোহাম্মদ শাহজাহানের বয়স যখন এক মাস, তখনই তাঁর মা মারা যান। বাবা আরেক বিয়ে করে নতুন সংসার পাতেন। এরপর শাহজাহান হয়ে পড়েন পথশিশু। এখানে-ওখানে ধাক্কা খেতে খেতে বড় হন খুব কষ্টে। একটু বড় হতেই কাজ নেন কাভার্ডভ্যানের সহকারী হিসেবে। কয়েক বছরের প্রচেষ্টায় হন চালক।
স্বপ্নের দুনিয়াটা যেন একটু একটু করেই বড় হচ্ছিল এই তরুণের। সেই স্বপ্ন এত দ্রুত যে শেষ হয়ে যাবে কে জানত! সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কনটেইনার ওঠানামার কাভার্ডভ্যান চালাতেন শাহজাহান। গত শনিবার রাতে সেই ডিপোতে বিস্ফোরণের পর আর তাঁর কোনো খোঁজ মিলছে না।
গতকাল সকালে শাহজাহানের খোঁজে ডিএনএ নমুনা দিতে এসেছিলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। বাবার খোঁজে মুখের নমুনা দেয় ছয় বছরের রিহান আহমেদ। তার মা রেশমি বেগমেরও নমুনা নেওয়া হয়। তাঁদের আশঙ্কা, শাহজাহান আর বেঁচে নেই।
মেয়ে ও দুই নাতিকে নিয়ে হাসপাতালে আসেন মোহাম্মদ লিটন। লিটন নিজেও সিএনজিচালিত অটোরিকশা চালান। সেই আয়ে কোনোরকমে চলে সংসার। এখন শাহজাহানের কোনো খোঁজ না পাওয়ায় দুই নাতি আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে চোখে অন্ধকার দেখছেন লিটন।
বিস্ফোরণের একটু আগেও শাহজাহানের সঙ্গে কথা হচ্ছিল শ্বশুর লিটনের। মেয়ে জামাইয়ের সঙ্গে সর্বশেষ কথা বলার সেই স্মৃতিচারণ করেন লিটন এভাবে, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানের সঙ্গে আমার কথা হয়। তখন সে বলছিল, তার গাড়ি ভেতরে নিরাপদে রেখে এসেছে। ভেতরে আরেকজন চালক অবস্থান করছে। তাকে নিয়ে একেবারে বের হবে। এর মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তারপর থেকে তার সঙ্গে আর কোনো কথা হয়নি।’
লিটন আক্ষেপের সুরে বলছিলেন, ‘শাহজাহানকে বারবার অনুরোধ করেছিলাম বের হয়ে আসতে। সে কোনো কথাই শুনল না। সে আগুনের ছবি তুলছিল। নিরাপদ দূরত্বে সরে গেলে আজ তাকে হারাতে হতো না।’
লিটন বলেন, ‘শাহজাহান খুব কষ্টে বড় হয়েছে। এক মাস বয়সে মা মারা যাওয়ার পর এখানে ওখানে দিন কেটেছে তাঁর। আট বছর আগে মেয়েকে তাঁর সঙ্গে বিয়ে দেন। দুই দিনেও খোঁজ পেলাম না। অলৌকিক কিছু না ঘটলে তাকে তো আর জীবিত পাব না। এখন যদি মরদেহটাও পাই, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। মরদেহটা মনসুরাবাদে তার মায়ের কবরের পাশে দাফন করতাম।’ বলতে বলতে লিটনের চোখ কান্নায় ঝাপসা হয়ে আসে, গলা ধরে আসে।
সেই কান্না সামলে উঠলেও লিটনের গলায় আবার দুঃখের সুর। বলেন, ‘গাড়ি চালিয়ে খুব কষ্টে সংসার চালাই। নিজের চার মেয়ে। দুজনকে বিয়ে দিয়েছি। এখন একজন স্বামীহারা হলো। মেয়ে আর দুই নাতিকে তো আগলে রাখতে হবে। কীভাবে যে সামনের দিনগুলো পাড়ি দেব, ভাবতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫