Ajker Patrika

শুরু হচ্ছে বিলডাকিনি পার্নোর অপেক্ষায় ইউনিট

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৫২
শুরু হচ্ছে বিলডাকিনি পার্নোর অপেক্ষায় ইউনিট

ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পাওয়ার পর নতুনভাবে আলোচনায় আসেন মোশাররফ করিম। এরপর ক্যারিয়ার নিয়ে ভিন্ন পরিকল্পনা সাজান তিনি। টিভি নাটকে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন। জোর দিয়েছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে। গত কয়েক মাসে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। ‘বিলডাকিনি’ তার মধ্যে অন্যতম।

সরকারি অনুদান পাওয়া ‘বিলডাকিনি’তে মোশাররফের সঙ্গে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। কথা ছিল ১২ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং। কিন্তু ওই দিন আসতে পারছেন না পার্নো। তাই তারিখ পিছিয়ে ২০ ডিসেম্বর থেকে শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। পুরো ইউনিট এখন পার্নোর অপেক্ষায়। ছবির নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। স্ক্রিপ্ট থেকে শুরু করে লোকেশন নির্বাচন—সব চূড়ান্ত। অভিনয়শিল্পীদের শিডিউল নিয়ে কিছুটা ঝামেলা হচ্ছে। পার্নো মিত্র কলকাতায় যে ছবির শুটিং করছেন, সেটি এখনো শেষ হয়নি। তাই আমাদের শুটিং কয়েক দিন পিছিয়েছে।’

বিদেশি শিল্পীদের বাংলাদেশে শুটিংয়ের জন্য ওয়ার্ক পারমিট নিতে হয়। পার্নো মিত্রের ক্ষেত্রেও সেটি লাগবে। এ প্রক্রিয়া শেষ হতেও কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন ‘বিলডাকিনি’র চিত্রগ্রাহক সাহিল রনি।

নূরুদ্দিন জাহাঙ্গীরের ‘বিলডাকিনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। গ্রামের প্রেক্ষাপট। তাই শুটিংয়ের লোকেশনও নির্বাচন করা হয়েছে রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত