Ajker Patrika

নতুন সিনেমায় সজল ও সিন্ডি

নতুন সিনেমায় সজল ও সিন্ডি

অভিনেতা সজল যুক্ত হলেন নতুন সিনেমায়। ‘জীবনের খেলা’ নামের সিনেমাটি বানাবেন ওয়ালিদ আহমেদ। গতকাল সজলের জন্মদিনে ঘোষণা দেওয়া হয় জীবনের খেলা সিনেমার। 

২০১৯ সালে ওয়ালিদ আহমেদ শুরু করেছিলেন ‘লিভ ফর লাইফ’ সিনেমার কাজ। নানা কারণে সেটি শেষ করতে পারেননি নির্মাতা। সেই সিনেমা নতুনভাবে নির্মাণ করছেন ওয়ালিদ। নাম দিয়েছেন জীবনের খেলা। লিভ ফর লাইফের কিছু অংশের সঙ্গে নতুন করে শুটিং করে নির্মিত হবে সিনেমাটি। পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘এটা পুরোপুরি অ্যাকশন মুভি। প্রিয়জন হারানো দুজন মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে এর চিত্রানট্য। কাছের মানুষ হারিয়ে একসময় প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে তারা।’

সজলের বিপরীতে আছেন সিন্ডি রোলিং। যুক্তরাষ্ট্রপ্রবাসী সিন্ডি রোলিংকে এর আগে দেখা গেছে, নোমান রবিনের ‘কমন জেন্ডার দ্য ফিল্ম’ ও ‘পাইরেটস দ্য ব্লাড সিক্রেট’, রেদওয়ান রনির ‘চোরাবালি’, আশিকুর রহমানের ‘মুসাফির’ সিনেমায়। সব শেষ ওয়ালিদের মেঘের কপাটে অভিনয় করেছেন তিনি। 

জীবনের খেলা নির্মাণ হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে। সিনেমার ঘোষণা উপলক্ষে গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এর কলাকুশলীরা। এ সময় প্রকাশ করা হয় সিনেমার তিনটি গান। ‘মায়ার বাঁধন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান ও ঐশী। আরিফ মোতাহারের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান।

সিন্ডি রোলিংওয়ালিদ আহমেদের লেখা ‘প্রিয়জন’ গেয়েছেন ইমরান ও কনা। সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। তৃতীয় গানটি গেয়েছেন জেফরি ইকবাল। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত