Ajker Patrika

রূপকথা লেখা নিগারদের রূপকথার দেশে ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১১: ১৫
রূপকথা লেখা নিগারদের রূপকথার দেশে ভ্রমণ

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে পরশু হ্যামিল্টনে আরেকটি রূপকথা লিখেছে বাংলাদেশের মেয়েরা। রূপকথার গল্প লেখা ফাহিমা-ফারজানাদের গতকাল ঘুরে দেখা হলো ‘রূপকথার জগতে’ও! কীভাবে?

গতকাল মেয়েদের পরবর্তী ভেন্যু তাউরাঙ্গায় পৌঁছে টিম ম্যানেজমেন্ট নিগার-সালমাদের ঘুরিয়ে নিয়ে এসেছে হবিটনে। নামটা পরিচিত হওয়ার কথা চলচ্চিত্রপ্রেমীদের। হলিউডের বিখ্যাত ট্রিলজি ‘দ্য লর্ড অব দ্য রিংসে’র দৃশ্যায়ন হয়েছে এখানেই। ইংরেজ ঔপন্যাসিক জে আর আর টোলকিনের মহাকাব্যিক রূপকথার উপন্যাস অবলম্বনে নির্মিত পিটার জ্যাকসনের এই সিনেমার শুটিং লোকেশন একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রও। তাউরাঙ্গা শহর থেকে সড়ক পথে হবিটন মুভি সেটের দূরত্ব ৫০-৫৫ কিলোমিটার। বিখ্যাত জায়গাটার একেবারে কাছে অবস্থান করায় সেটি ঘুরে দেখার সুযোগ হাতছাড়া করেননি মেয়েরা।

দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল নিউজিল্যান্ড থেকে আজকের পত্রিকাকে বলেন, ‘দ্য লর্ড অব দ্য রিংসে’র লোকেশন এখান থেকে একটু কাছেই পড়ে। মেয়েরা একটু ঘুরে দেখল। মানসিকভাবে এটা আরও সতেজ করে তুলবে ওদের।’

হবিটন ঘুরে দেখছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সদস্যরা। মানসিকভাবে অবশ্য চাঙাই আছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ নারী দল নিজেদের প্রথম ম্যাচ জিততে জিততে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের ম্যাচে বৃষ্টিবাধায় স্বাগতিক নিউজিল্যান্ড বাড়তি সুবিধা পেয়েছে বলে অভিযোগ আছে বাংলাদেশ দলের। হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে এসেছে দুর্দান্ত এক জয়। পরশু এই জয়ের পর শুভেচ্ছা বৃষ্টিতে ভেসেছেন মেয়েরা। টুর্নামেন্টে অন্তত আরেকটি ম্যাচ জয়ের আশা নাদেলের, ‘টুর্নামেন্টের আগে আমাদের প্রত্যাশা ছিল, আমরা অন্তত দুটি ম্যাচ জিতব। আমাদের মেয়েদের সেই সক্ষমতা আছে। তারা ধারাবাহিক ভালো খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওরা একটু সুবিধা নিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে অল্পের জন্য পারিনি। আশা করছি, সামনে আরও একটা ম্যাচ বের করে আনতে পারব।’

এবার নিগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ নারী দলকে নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবেন মুমিনুলরা। গত জানুয়ারিতে যে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস লিখেছিলেন মুমিনুলরা, সে মাঠেই আগামী পরশু উইন্ডিজের বিপক্ষে খেলবেন নিগার-ফাহিমারা। শুধু এই টুর্নামেন্টেই নয়, গত চার বছরে মেয়েরা সাফল্য এনে দিচ্ছেন ধারাবাহিকভাবে। কিন্তু সে তুলনায় তাঁদের কতটা সুযোগ-সুবিধা বাড়ছে কিংবা বৈষম্য কমেছে—ফুরফুরে দিনে অস্বস্তির এ প্রশ্নে বিসিবির নারী বিভাগের প্রধান শোনালেন আশার কথা, ‘মেয়েদের স্কুল ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেটে জোর দিচ্ছি, যেন পাইপলাইন আরও সমৃদ্ধ হয়। লঙ্গার ভার্সন আয়োজন করতে যাচ্ছি। বেতনকাঠামো বাড়াচ্ছি। গত দুই বছরে মহামারির কারণে বিদেশি কোচ পাইনি। স্থানীয় ব্যক্তিরা কাজ করছে। তাতে ফল খারাপ হয়নি। তবু জোরেশোরে চেষ্টা করছি। আশা করি, দ্রুত সময় ভালো বিদেশি কোচও পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত