Ajker Patrika

দুই যাত্রীকে উত্ত্যক্ত চালকের কারাদণ্ড

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ৩২
দুই যাত্রীকে উত্ত্যক্ত  চালকের কারাদণ্ড

মাদারীপুরের শিবচর উপজেলায় নিজের ইজিবাইকে দুই নারী যাত্রীকে উত্ত্যক্ত করায় হিরো খান (২৫) নামের এক চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শিবচরের কলেজ মোড় সড়ক থেকে পাঁচ্চরের উদ্দেশে যাওয়ার জন্য ব্যাটারিচালিত ইজিবাইকে ওঠেন কলেজ পড়ুয়া দুই বান্ধবী। পাঁচ্চর যাওয়ার আগে ইজিবাইকটি নষ্ট হয়েছে বলে গাড়ি থামিয়ে চালক হিরো অশ্লীল অঙ্গভঙ্গি ও অশালীন মন্তব্য করছিল তাদের লক্ষ্য করে। এ নিয়ে কলেজ ছাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পাঁচ্চর গিয়ে ইজিবাইকটি না থামিয়ে কাঁঠালবাড়ী ঘাটের দিকে দ্রুতগতিতে চালাতে থাকেন। এ সময় ওই দুই বান্ধবী চিৎকার-চেঁচামেচি করেন ও পেছন থেকে চালকের জামা খামচে ধরেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা গাড়িটির গতিরোধ করেন। এর মধ্যেই ওই তরুণীরা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় চালককে আটক করা হয়। আটক ইজিবাইক চালক হিরু খান উপজেলার পাঁচ্চর এলাকার বড় বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, 'জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করি। এ ঘটনায় চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজিবাইক চালককে ৩ মাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম রাকিবুল হাসান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত