Ajker Patrika

৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ০৯
৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পিরোজপুর সদর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চুরি সংঘঠিত হয়েছে। এ সময় চোরেরা ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

স্কুল ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাশঁবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে দরজার তালা ভেঙে চোর ঢোকে। এ সময় ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি অকেজো ল্যাপটপ ও ১টি অকেজো প্রোজেক্টর নিয়ে যায়। আর অন্যান্য স্কুল থেকে যে সব সামগ্রী চুরি হয়েছে তার কোনো তালিকা এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এসে পৌঁছায়নি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি শঙ্কিত। সুন্দর পরিবেশকে অশান্ত পরিবেশ করার জন্য এটি একটি পরিকল্পিত কাজ। ৩টি স্কুলে চুরি ও ২টিতে তালা ভাঙার সংবাদ তাঁর কাছে এসেছে। তবে ওই দুটি থেকে কোনো মালামাল চোর নিয়েছে কিনা তা জানেন না তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত