Ajker Patrika

দুই দিনেও হয়নি মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭
দুই দিনেও হয়নি মামলা

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। জরুরি বিভাগ ছাড়া অন্য কোথাও কোনো চিকিৎসা সেবা পাননি সাধারণ মানুষ।

এদিকে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ছাড়া পুলিশও কাউকে আটক করতে পারেনি। এতে ক্ষোভ দেখা দিয়েছে সাইফুলের স্বজন ও সহকর্মীদের মধ্যে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগ ছাড়া সব বিভাগই বন্ধ রয়েছে। বহির্বিভাগে কোন সেবা পাননি সাধারণ মানুষ। বন্ধ রাখা হয়েছে প্যাথলজি বিভাগও। এতে করোনার নমুনা সংগ্রহসহ চিকিৎসাও বন্ধ রয়েছে।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের চিফ মেডিকেল টেকনোলজিস্ট ইমতিয়াজ আহমেদ তুহিন বলেন, ‘আমাদের সহকর্মী সাইফুলকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। অথচ দুই দিনে কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি, এর মধ্যে আসামিদের গ্রেপ্তার না করতে পারলে স্বাস্থ্যসেবা পুরোপুরি বন্ধ করে দেব।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে আসামিদের শনাক্ত করেছি। বৃহস্পতিবার রাতেই মামলা হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত