Ajker Patrika

খুচরা খাতে কর্মসংস্থানের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০: ১৯
খুচরা খাতে কর্মসংস্থানের  সম্ভাবনা

বাংলাদেশে দ্রুত বিকাশমান খুচরা খাতে ইতিমধ্যেই ৬০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সামনের বছরগুলোয় সুবিধাবঞ্চিত তরুণ, বিশেষ করে নারীদের জন্য এই খাতে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির বিশাল সম্ভাবনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তৃতায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির বলেন, খুচরা খাতে নারীদের প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন। এ বিষয়ে পর্যাপ্ত প্রচার নেই। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আলোচনায় অংশ নেন আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সুপারশপ স্বপ্নের বাণিজ্যবিষয়ক পরিচালক সাব্বির তানভির সোহেল খান, ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মর্তুজা জামান, মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্কের হেড অব অপারেশনস আজিজা আহমেদ, ব্র্যাকের পরিচালক মারিয়া হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত