Ajker Patrika

রেললাইনের দুপাশে অস্থায়ী বাজার, দুর্ঘটনার শঙ্কা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১৮
রেললাইনের দুপাশে অস্থায়ী বাজার, দুর্ঘটনার শঙ্কা

দুর্ঘটনার ঝুঁকিকে তোয়াক্কা না করে কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের দু্ই পাশে গড়ে উঠেছে অস্থায়ী বাজার। এসব বাজারে দেদার বিক্রি হচ্ছে শীতবস্ত্র, জামা–কাপড়, জুতা–স্যান্ডেল, বিভিন্ন ফল ও খাবার। সচেতন এলাকাবাসীর দাবি, শিগগিরই এ বাজার অপসারণে ব্যবস্থা না নিলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, রেললাইন দখল করে হরেক রকমের পণ্য সাজিয়ে বিক্রির জন্য বসেছেন দোকানিরা। ভিড় করেছেন ক্রেতারাও। অস্থায়ী বাজারের একপাশে চলছে লেপ–তোশক সেলাইয়ের কাজ। আরেক পাশে সারি দিয়ে বসেছে শীতবস্ত্র ও জুতা–স্যান্ডেলের দোকান। পাশেই আছে সেদ্ধ ডিম, ঝালমুড়ি, ফুচকাসহ ফলের দোকান।

স্থানীয়রা জানান, প্রতিদিন দুপুরের পর থেকেই ভেড়ামারা রেলস্টেশনের সামনে রেললাইনের ফাঁকা জায়গার ওপর অস্থায়ী এ বাজার বসে। রাত আটটা থেকে নয়টা পর্যন্ত জমজমাট বেচা–কেনা চলে। যখন ট্রেন আসার সংকেত দেওয়া হয় তখন পন্যসামগ্রী নিয়ে সরে পড়েন দোকানিরা। ট্রেন চলে গেলেই আবার ফিরে আসেন। এভাবেই কয়েক বছর ধরে চলছে। বেশ কয়েক বার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে গিয়েছে এখানে।

রেললাইনের অস্থায়ী দোকানদার মজিবর এ বিষয়ে বলেন, ‘এসব পণ্য বিভিন্ন হাটে বিক্রি করি। যেদিন হাট থাকে না, সেদিন রেললাইনের ওপর দোকান বসিয়ে বিক্রি করি। ট্রেন আসার আগে সরে যাই। ট্রেন চলে গেলে আবার আসি। এ জায়গা ছাড়া আর কোথাও বসার জায়গা নেই। অন্যান্য জায়গায় দোকান নিতে অনেক টাকা জামানত লাগে। এত টাকা নেই আমার। প্রশাসন ও পৌরসভা যদি আমাদের মতো গরিবদের পুনর্বাসনের ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো।’

মতিয়ার রহমান নামের এক ক্রেতা বলেন, ‘স্থায়ী বাজারের থেকে এখানে স্বল্প মূল্যে জিনিস পাওয়া যায়, তাই এ বাজার থেকে কিনতে এসেছি।’ ট্রেন চলাচলের সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্বীকার করেন তিনি।

ভেড়ামারা বাস স্ট্যান্ডের পানের দোকানদার নাজমুল হক বলেন, ‘এ পর্যন্ত সাত থেকে আটজনকে টেনে ধরে বা ধাক্কা দিয়ে ট্রেনের নিচে পড়া থেকে বাঁচিয়েছি। তা ছাড়া প্রতিদিনই চিৎকার চেঁচামেচি করে এ বাজারের ক্রেতা–বিক্রেতাদের সরে যেতে সতর্ক করা হয়। একটু অসতর্ক হলেই যেকোনো মুহূর্তেই প্রাণহানি ঘটতে পারে।’

ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, ‘রেল লাইনের ফাঁকা জায়গায় অস্থায়ী বাজার বসার বিষয়টি আমি জানি। এর আগে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বাজার উচ্ছেদ করা হয়। কিন্তু আবার বসা শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আসলে এখানে যারা দোকান দেন তাঁরা খুবই দরিদ্র। রেলস্টেশনের পাশে পৌরসভার নির্মাণ করা নতুন মার্কেট রয়েছে। সেখানে এ অস্থায়ী বাজারের দোকানদারদের পুনর্বাসন করা যেতে পারে। এতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন। প্রতিনিয়ত রেললাইনর ওপর এভাবে বাজার বসলে তা দিন দিন বাড়তে থাকবে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

বাংলাদেশ রেলওয়ে, পশ্চিম অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, ‘অস্থায়ী বাজার বসার বিষয়টি আমাদের নজরে আসলেই ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দোকানদারদের সরিয়ে দিই। কিন্তু ভ্রাম্যমাণ লোকজন এসে যখন-তখন দোকান অস্থায়ী দোকান দেন। এঁদের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। আর এ বিষয়গুলো মূলত স্থানীয় প্রশাসন দেখে থাকে।’

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার বলেন, ‘পাশেই পৌরসভার বড় মার্কেটে রয়েছে। শিগগিরই এসব ভাসমান ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে সেখানে স্থানান্তর করা হবে। এরপর যদি কেউ রেললাইন বা রাস্তার পাশে অস্থায়ী দোকান নিয়ে বসেন তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত