Ajker Patrika

চলে গেলেন সাদা মনের মানুষ জয়নাল আবেদিন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১: ৫৩
চলে গেলেন সাদা মনের মানুষ জয়নাল আবেদিন

ময়মনসিংহে সাদা মনের মানুষ মো. জয়নাল আবেদিন (৬৫) মারা গেছেন। তিনি সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের টান হাসাদিয়া গ্রামের আবদুল গনির ছেলে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জয়নাল আবেদিন মারা যান। পরানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রুবেল মিয়া বলেন, সম্প্রতি জয়নাল আবেদিন স্ট্রোক করেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাদ আসর জানাজা শেষে গ্রামের মসজিদের পাশে তাঁর মরদেহ দাফন করা হয়।

জয়নাল আবেদিন বাবার মৃত্যুর পর পরই স্ত্রী-কন্যাকে নিয়ে চলে যান ঢাকায়। সেখানে রিকশা চালিয়ে অল্প অল্প করে অর্থ জমাতে শুরু করেন। সেই অর্থের বেশির ভাগই ব্যাংকে জমাতেন। ২০০১ সালে সব মিলিয়ে ২ লাখ ৭৪ হাজার টাকা নিয়ে হাসপাতাল করার জন্য বাড়ি ফেরেন।

বাড়ি ফিরে নিজ গ্রাম টান হাসাদিয়ায় ২৪ শতাংশ জমি ৪০ হাজার টাকায় কেনেন। সেখানে ছোট একটি আধা পাকা টিনশেড ঘর তৈরি করে জয়নাল আবেদিন তাঁর মেয়ের নামে মমতাজ হাসপাতাল গড়ে তোলেন। এ ছাড়া ২০০৭ সালে টান হাসাদিয়া প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত