Ajker Patrika

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৩০
জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা কমিটির নেতারা। গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার টংক স্মৃতিসৌধ চত্বরে এই বিক্ষোভ করেন তাঁরা।

কমিউনিস্ট পার্টি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আলকাছ উদ্দীন মীর। প্রধান অতিথি ছিলেন- কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

বক্তব্য রাখেন- উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খাঁন, আঃ রাজ্জাক, যুব ইউনিয়নের জেলা কমিটির সহসভাপতি জুয়েল রানা, উপজেলা খেতমজুর নেতা রহম আলী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মো. আলমগীর হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এ সরকারের আমলে বারবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ও সাধারণ মানুষ। ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে না পারলে বাংলাদেশ ধ্বংসের মুখে চলে যাবে। অবিলম্বে ডিজেল ও এলপিজি গ্যাসসহ সকল জিনিসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত