Ajker Patrika

কারের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, আহত ২০

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৪: ২৮
কারের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, আহত ২০

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়। গত রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদরের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত রোববার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের দগরিয়া পুলিশ লাইনস এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকার সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী কাজী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি বাসের সামনের অংশে ঢুকে দুমড়ে মুচড়ে যায় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১৫ মিনিট চেষ্টা করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারটির চালক ও এক আরোহীসহ ৫ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আরও ১৫ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, ‘এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে বাস এবং প্রাইভেটকার থাকা মোট কতজন যাত্রী আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত বলতে পারছি না। গাড়ি দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত