Ajker Patrika

পায়ে লিখে ভর্তিযুদ্ধে অদম্য সুরাইয়া

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৪: ৩৩
পায়ে লিখে ভর্তিযুদ্ধে অদম্য সুরাইয়া

জামালপুরের মেলান্দহে পা দ্বরা লিখে ভর্তিযুদ্ধে অংশ নেন সুরাইয়া জাহান। গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবপ্রবি) কেন্দ্রে তিনি পরীক্ষায় অংশ নেন।

সুরাইয়ার কণ্ঠস্বর অস্পষ্ট। ইশারায় ভাব বিনিময় করতে হয় বলে জানান তার মা মুর্শেদা ছফির। তিনি বলেন, মেয়ের হাত অকেজো। পা দিয়ে লিখে ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ২৮ নম্বর কক্ষে মেঝেতে মাদুরে বসে পরীক্ষা দেন সুরাইয়া। এই কক্ষে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ছিলেন ৩০ জন। সুরাইয়া শেরপুর মডেল গার্লস কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪ পেয়েছেন। এসএসসি পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ-৪.১১।

তার বাবার নাম ছফির উদ্দিন। বাড়ি শেরপুর জেলা সদরের আন্দারিয়া সুতির পাড়ে। ছফির উদ্দিন স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

পরীক্ষার হলে সুরাইয়া যখন পরীক্ষা দিচ্ছিলেন তখন হলের বাইরে অপেক্ষা করছিলেন মা মুর্শিদা ছফির। মুর্শিদা ছফির জানান, পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এবং ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান। এ সময় তারা সুরাইয়ার সার্বিক খোঁজ-খবর নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত