সম্পাদকীয়
মানুষের নানা রকম শখ থাকে। সবার সব শখ পূরণ হয় না। তবে গোপালগঞ্জের মুকসুদপুরের একটি গ্রামের ১২ বছর বয়সী এক শিশুর শখ হয়েছিল উড়োজাহাজে চড়ার। শিশুটি তার শখ পূরণে সক্ষম হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে।
কোনো পাসপোর্ট-ভিসা বা বোর্ডিং পাস সঙ্গে না থাকা সত্ত্বেও শিশুটি কীভাবে ৯ স্তরের নিরাপত্তাব্যবস্থা ডিঙিয়ে উড়োজাহাজে গিয়ে উঠে বসল, সেটাই হলো বিলিয়ন ডলারের প্রশ্ন।
বিমানবন্দরের লাউঞ্জে ঢোকা খুব সহজ কাজ নয়। নানা ধরনের তল্লাশি করেই ঢুকতে দেওয়া হয়। অথচ গ্রাম থেকে আসা মাদ্রাসাপড়ুয়া একটি শিশু নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে কুয়েতগামী একটি বিমানে উঠে বসে প্রমাণ করে দিয়েছে, আমাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা কতটা অযত্ন-অবহেলায় আছে।
বৃহস্পতিবার আজকের পত্রিকায় প্রকাশিত ‘শিশুর শখে ঠুনকো হলো ৯ স্তরের নিরাপত্তা’ শীর্ষক খবর থেকে জানা যায়, শিশুটি একটি দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়। তবে এবারই প্রথম নয়, এর আগেও কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে পালিয়েছে বেশ কয়েকবার। এক সপ্তাহ আগে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ইজিবাইকে যায় মুকসুদপুরে। সেখান থেকে মাদ্রাসায় না গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে কয়েক দিন কাটিয়ে দেয়। এরপর গোপালগঞ্জ থেকে বাসে সোমবার রাতে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়ে নামে। সায়েদাবাদ থেকে আরেক বাসে চড়ে যায় বিমানবন্দরে। এরপর তার শখ হয় উড়োজাহাজে চড়ার। ঢুকে পড়ে বিমানবন্দরে। পরনে হলুদ রঙের টি-শার্ট ও সাদা পায়জামা। পায়ে কালো কেডস, হাতে লাল ছোট একটি ব্যাগ নিয়ে গ্রাম থেকে আসা শিশুটি বিমানবন্দরের মতো জায়গায় একে একে ৯টি নিরাপত্তা স্তর টপকে উঠে যায় উড়োজাহাজে।
পুরো ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, এ ঘটনায় যাঁদের গাফিলতি ছিল, তাঁদের মধ্যে ১০ জনকে চিহ্নিত করে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা ইমিগ্রেশন পুলিশ, এভসেক, কুয়েত এয়ারওয়েজ ও গ্রাউন্ড হ্যান্ডলার। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
আমরা আশা করব, এ ঘটনাকে হালকাভাবে না নিয়ে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে। সিভিল এভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় না আনলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচ্ছন্নতা ও আধুনিক সেবার মান নিয়ে প্রশ্ন আছে। ফেসবুকেও কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে লেখেন, মূল ফটক থেকে বিমানের সিট পর্যন্ত সব জায়গায় অপেশাদারত্বের ছাপ। কোনো অভিভাবক আছে বলে মনে হয় না। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতি এমন উদাসীনতা রীতিমতো পীড়াদায়ক। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কি সব সময় চোখ বন্ধ করে থাকেন?
মানুষের নানা রকম শখ থাকে। সবার সব শখ পূরণ হয় না। তবে গোপালগঞ্জের মুকসুদপুরের একটি গ্রামের ১২ বছর বয়সী এক শিশুর শখ হয়েছিল উড়োজাহাজে চড়ার। শিশুটি তার শখ পূরণে সক্ষম হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে।
কোনো পাসপোর্ট-ভিসা বা বোর্ডিং পাস সঙ্গে না থাকা সত্ত্বেও শিশুটি কীভাবে ৯ স্তরের নিরাপত্তাব্যবস্থা ডিঙিয়ে উড়োজাহাজে গিয়ে উঠে বসল, সেটাই হলো বিলিয়ন ডলারের প্রশ্ন।
বিমানবন্দরের লাউঞ্জে ঢোকা খুব সহজ কাজ নয়। নানা ধরনের তল্লাশি করেই ঢুকতে দেওয়া হয়। অথচ গ্রাম থেকে আসা মাদ্রাসাপড়ুয়া একটি শিশু নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে কুয়েতগামী একটি বিমানে উঠে বসে প্রমাণ করে দিয়েছে, আমাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা কতটা অযত্ন-অবহেলায় আছে।
বৃহস্পতিবার আজকের পত্রিকায় প্রকাশিত ‘শিশুর শখে ঠুনকো হলো ৯ স্তরের নিরাপত্তা’ শীর্ষক খবর থেকে জানা যায়, শিশুটি একটি দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়। তবে এবারই প্রথম নয়, এর আগেও কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে পালিয়েছে বেশ কয়েকবার। এক সপ্তাহ আগে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ইজিবাইকে যায় মুকসুদপুরে। সেখান থেকে মাদ্রাসায় না গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে কয়েক দিন কাটিয়ে দেয়। এরপর গোপালগঞ্জ থেকে বাসে সোমবার রাতে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়ে নামে। সায়েদাবাদ থেকে আরেক বাসে চড়ে যায় বিমানবন্দরে। এরপর তার শখ হয় উড়োজাহাজে চড়ার। ঢুকে পড়ে বিমানবন্দরে। পরনে হলুদ রঙের টি-শার্ট ও সাদা পায়জামা। পায়ে কালো কেডস, হাতে লাল ছোট একটি ব্যাগ নিয়ে গ্রাম থেকে আসা শিশুটি বিমানবন্দরের মতো জায়গায় একে একে ৯টি নিরাপত্তা স্তর টপকে উঠে যায় উড়োজাহাজে।
পুরো ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, এ ঘটনায় যাঁদের গাফিলতি ছিল, তাঁদের মধ্যে ১০ জনকে চিহ্নিত করে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা ইমিগ্রেশন পুলিশ, এভসেক, কুয়েত এয়ারওয়েজ ও গ্রাউন্ড হ্যান্ডলার। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
আমরা আশা করব, এ ঘটনাকে হালকাভাবে না নিয়ে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে। সিভিল এভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় না আনলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচ্ছন্নতা ও আধুনিক সেবার মান নিয়ে প্রশ্ন আছে। ফেসবুকেও কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে লেখেন, মূল ফটক থেকে বিমানের সিট পর্যন্ত সব জায়গায় অপেশাদারত্বের ছাপ। কোনো অভিভাবক আছে বলে মনে হয় না। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতি এমন উদাসীনতা রীতিমতো পীড়াদায়ক। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কি সব সময় চোখ বন্ধ করে থাকেন?
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫