Ajker Patrika

টিপ সমাচার

মানবর্দ্ধন পাল
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬: ০১
টিপ সমাচার

শব্দ রহস্যের আকর। সব শব্দের ভেতরেই থাকে কমবেশি রহস্যের ঝাঁপি! শব্দের সৃষ্টিতে, ব্যুৎপত্তিতে, রূপ-রূপান্তরে, কালানুক্রমিক অর্থান্তরে নিহিত থাকে এই রহস্য। কিন্তু শব্দ নিয়ে যে লঙ্কাকাণ্ডও ঘটে, ‘টিপকাণ্ড’ না ঘটলে তা বোঝা যেত না! শব্দ-বাক্য-ভাষার কোনো জাত-ধর্ম-বর্ণ নেই। ভাষা সব ধর্মের, সব জাতির, পৃথিবীর সব মানুষের। ভাষার কোনো ধর্ম নেই। পৃথিবীর সব ভাষার ওপরই মানবজাতির সমান অধিকার। কিন্তু কূপমণ্ডূকতায় আমরা ভাষাকে বৃত্তাবদ্ধ করে ফেলি ছোট ছোট গণ্ডিতে। জল-পানি, মাংস-গোশত, স্নান-গোসল নিয়ে আমরা এন্তার তর্ক-বিবাদ করেছি। শব্দের শরীরে সংখ্যাগরিষ্ঠের ধর্মের আলখাল্লা পরিয়েছি, কিন্তু কালের বিচারে তা ছিল সাময়িক খোলসমাত্র। তাই টিপ নিয়ে সাম্প্রতিক কর্মকাণ্ডও এ দেশে মৌলবাদের সঙ্গে মুক্তবুদ্ধির সাংস্কৃতিক সংগ্রামেরই অংশ।

আবহমানকাল থেকে ‘টিপ’ আমাদের চৌদ্দ পুরুষের পরিচিত শব্দ। তাই প্রাচীনকালের লৌকিক ছড়ায় পাই: ‘আয় আয় চাঁদমামা টিপ দিয়ে যা/ চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা...’। শৈশবে নজরুলের ‘প্রভাতি’ কবিতায়ও পড়েছি, ‘আলসে নয় সে ওঠে রোজ সকালে/ রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে...’।

প্রাচীনকাল থেকে ধর্মনির্বিশেষে সব শিশুকে কুনজর থেকে এড়াতে কপালে কালো টিপ দেওয়ার প্রথা বাঙালিসমাজে প্রচলিত। আমরা কেবল কপালে টিপ পরি না; মুখ টিপে হাসি, চোখ টিপে ও গায়ে আঙুল টিপে সংকেত দিই। টর্চলাইটকে টিপবাতি বলি, টিউবওয়েলকে টিপকল বলি। আঙুলের ডগার ছাপকে বলি টিপসই। খাবার আলুনি হলে এক টিপ লবণ চাই। টিপের দ্বিত্ব প্রয়োগও করি। টিপটিপ বৃষ্টিতে কর্দমাক্ত পথে পা টিপে টিপে চলি। সেজেগুজে ‘টিপটপ’ থাকতে কে না পছন্দ করে! আমরা টিপ পরি আবার নানা রকম ‘টিপস’ও পড়ি। টিপ বাঙালির প্রসাধন ও সৌন্দর্যচর্চারই আবহমানকালের অঙ্গ। নারীরা পরেন, বাউল-বৈষ্ণব এবং সাধকেরাও পরেন। পোশাকের সঙ্গে টিপের সমন্বয় আধুনিক রূপচর্চার অঙ্গ। রং ও আকার-আকৃতির তফাত থাকলেও টিপ মূলত সৌন্দর্যচেতনারই প্রতীক। হিন্দু সধবা নারীদের সিঁদুরের টিপ কেবল বিবাহিতার চিহ্ন—সমাজতাত্ত্বিক দৃষ্টিতে যা রজঃস্বলা হওয়ার প্রতীক। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ অবিভাজ্য বাঙালি জাতিসত্তার স্বরূপ সম্পর্কে ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে মূল সভাপতির ভাষণে বলেছিলেন: ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি।...মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা-তিলক-টিকিতে কিংবা টুপি-দাড়ি-লুঙ্গিতে ঢাকার জো-টি নেই।’

‘টিপ’ বিশেষ্য বা নামপদ। অভিধান বলছে, সংস্কৃত টিপ্, বা হিন্দি ‘টীপ’ কিংবা প্রাকৃত ‘টিপ্পি’ থেকে টিপ শব্দটি বাংলায় এসেছে। অভিধানে শব্দটির একাধিক ভুক্তি আছে। বহু অর্থে ও বিচিত্র ভাব প্রকাশে আমরা টিপ শব্দটি ব্যবহার করি। মহাজন কবি-লেখকদের দোহাই দিয়ে টিপ শব্দটির প্রয়োগ:

  • লোহার বাটুল টিপে করে ফেলে চূর্ণ। (শ্রীধর্ম্মমঙ্গল, মানিক গাঙ্গুলি, ১৩১২)
  • সুন্দরীরে দেখিয়া গোদা ঘন মারে টিপ। (মনসামঙ্গল, বিজয়গুপ্ত, ১৩১৮)
  • সিন্ধুর টিপ সিংহল দ্বীপ। (কুহু ও কেকা, সত্যেন্দ্রনাথ দত্ত)
  • কপালে টিপের ফোঁটা, খোঁপা বাঁধা চুল। (হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)
  • পরিল মুক্তার হার, ভালে সিন্দুরের টিপ। (রবীন্দ্রনাথ, সোনার তরী)
  • কলেবর আকুঞ্চন টিপ দিয়া টান। (সৈয়দ সুলতান, ১৭০০)
  • সারারাত ঘুমের টিপই এল না আমার চোখে। (জীবনানন্দ, ১৯৪৮)
  • কলিংবেলে আঙ্গুলের টিপ দেন। (আবুল মনসুর আহমদ, ১৯৫৫)

টিপের সরলার্থগুলো হচ্ছে: কপালের ফোঁটা, তিলক, টিকা, বুড়ো আঙুলের ছাপ, দুই আঙুলের অগ্রভাগ দিয়ে চেপে রাখা যায় এমন পরিমাণ, লক্ষ্য, নিশানা, গুপ্ত সংকেত, ভাংচি, হোটেল-রেস্তোরাঁর পরিচারককে দেওয়া বকশিশ ইত্যাদি।

  • নজরুলের বহু গানে ও কবিতায় আছে সৌন্দর্যময় টিপের প্রসঙ্গ ও প্রশংসা। যেমন
  • উষার ললাট সিন্ধুর টিপ সিঁথিতে উড়াল পবনে। (বধূবরণ, সিন্ধু হিন্দোল)
  • তারকার টিপ, বিজুরির হার, দ্বিতীয়া চাঁদের হাঁসুলি। (রাখিবন্ধন, ঐ)
  • পরি চাপা রঙের শাড়ি খয়েরি টিপ/ জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ। (গীতিআলেখ্য, মদিনা)
  • পরো ললাটে কাঁচপোকার টিপ/ তুমি আলতা পরো পায়ে হৃদি নিঙাড়ি। (নজরুল-রচনাবলী, ৫ম খণ্ড)
  • নয়নের কাজলে তব নাম, ললাটের টিপ জ্বলে তব নাম। (ঐ, ১০ম খণ্ড)

টিপের এত সমাহার আমাদের জাতীয় কবি নজরুলের রচনায়! তবে কি তাঁর রচনা নিষিদ্ধ হবে এই দেশে?

মানবর্দ্ধন পাল, গ্রন্থকার, অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত