Ajker Patrika

মুরগির খাদ্যের দাম কমানোসহ ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩৯
মুরগির খাদ্যের দাম কমানোসহ ৭ দফা দাবি

ব্রয়লার মুরগির খাদ্যের দাম কমানোসহ পোলট্রি শিল্প ও কর্মসংস্থান রক্ষার্থে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প সংগঠন। সেখানে সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে এসব দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম বলেন, ‘আমরা যারা পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত, তারা খুবই মানবেতর জীবন যাপন করছি। সবকিছুর মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পোলট্রি শিল্প-সংক্রান্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিরও দাম বাড়ছে। এমন অবস্থায় পোলট্রি শিল্পের সঙ্গে যুক্ত থাকা অনেকাংশেই সম্ভব হচ্ছে না। পোলট্রি শিল্প রক্ষার্থে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত