Ajker Patrika

অপুর নায়ক সাইমন

অপুর নায়ক সাইমন

‘লালশাড়ি’ সিনেমা দিয়ে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটি এ বছর সরকারি অনুদান পেয়েছে। তানভীর আহমেদ সিডনির গল্পে এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। সিনেমার সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা। কয়েক মাস ধরে পরিচালককে নিয়ে শুটিং লোকেশনের খোঁজে আছেন অপু। শুটিংয়ের জন্য প্রাথমিকভাবে পছন্দ করেছেন টাঙ্গাইলের প্রায় ১৫টি লোকেশন। টাঙ্গাইল ছাড়াও দেশের আরও বেশ কয়েক জায়গায় হবে এই সিনেমার শুটিং। নভেম্বরের প্রথম দিনই টাঙ্গাইলে শুটিং শুরু হবে। এতসব তথ্যের ভিড়ে যে তথ্যটি এত দিন গোপন রেখেছিলেন, সেটা এই সিনেমার নায়ককে নিয়ে। এবার জানা গেল সে তথ্যও। অপু বিশ্বাসের নায়ক হচ্ছেন সাইমন সাদিক। এবারই প্রথম সিনেমায় জুটি বাঁধবেন অপু ও সাইমন।

অপু বিশ্বাস জানান, সিনেমায় তাঁর চরিত্রের নাম শ্রাবণী। একজন তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমনের নাম রাজু। একজন তাঁতশ্রমিক। সিনেমায় আরো কে কে অভিনয় করবেন, সেই তালিকা চূড়ান্ত করতে আরও ১০-১৫ দিন লাগবে বলে জানান অপু।

ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছেন সাইমন। সেখান থেকেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘সিনেমাটি অনুদানের জন্য জমা দেওয়ার সময়ই আমার জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়। অনুদান পাওয়ার পর চূড়ান্তভাবে আমাকেই নায়ক হিসেবে বেছে নেওয়ায় খুব ভালো লাগছে। গল্পটা দারুণ! ঐতিহ্যবাহী তাঁতশিল্প ঘিরে তৈরি হচ্ছে সিনেমাটি। সব মিলিয়ে আমি খুবই আশাবাদী।’

গতকাল সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা সাইমন সাদিকের। আজ বিএফডিসি প্রযোজিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং করার কথা তাঁর। এই সিনেমায় সাইমনের বিপরীতে আছেন বুবলী। গত শুক্রবার মুক্তি পেয়েছে সাইমন অভিনীত শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ সিনেমাটি। এতে তাঁর বিপরীতে আছেন মাহিয়া মাহি। ‘লাইভ’-এ সাইমনের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ মুক্তির বেশ কয়েক বছর বিরতির পর সাইমন অভিনীত ‘লাইভ’ মুক্তি পেল। তাই সিনেমাটি নিয়ে সাইমনভক্তদের আগ্রহও ছিল অনেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত