Ajker Patrika

হৃদ্‌রোগের মতো জটিল চিকিৎসায় ল্যাবএইড বিরল কৃতিত্ব রেখেছে: এ এম শামীম

আজকের পত্রিকা ডেস্ক
হৃদ্‌রোগের মতো জটিল চিকিৎসায় ল্যাবএইড বিরল কৃতিত্ব রেখেছে: এ এম শামীম

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল দাবি করেছে, তারা প্রায় ১২ হাজার হৃদ্‌রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গত রোববার ‘আমরা ছুঁয়েছি আকাশ’ শীর্ষক অনুষ্ঠানে এ দাবি করা হয়। 

অনুষ্ঠানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্রধান সার্জন ড. লুৎফর রহমান বলেন, ‘১২ হাজার সফল সার্জারির পথপরিক্রমা সহজ ছিল না। কার্ডিয়াক সার্জারি অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়া। এ দীর্ঘ যাত্রায় পাশে থেকেছে একটি সুদক্ষ দল ও ব্যবস্থাপনা পরিচালকের নিরবচ্ছিন্ন সহযোগিতা।’

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম বলেন, হৃদ্‌রোগের মতো জটিল রোগের চিকিৎসায় ল্যাবএইড হাসপাতাল বিরল কৃতিত্ব রেখেছে। বিদেশ যাওয়ার চেয়ে দেশের ভেতরেই এ রোগের সুচিকিৎসার কারণে রোগীদের ভোগান্তি কমেছে। 

অনুষ্ঠানে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, দেশের চিকিৎসকেরা সীমিত খরচ ও চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে যে সেবা দেন, সেটি বিশ্বের অন্য কোনো দেশে সম্ভব নয়। 

প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, একটি সুনির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে মেডিসিন ও স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত