Ajker Patrika

বিতর্ক প্রতিযোগিতায় ফিরেছেন শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ৪০
বিতর্ক প্রতিযোগিতায় ফিরেছেন শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতার্কিক সংগঠন ‘সাস্ট-স্কুল অব ডিবেট’র উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা ‘সাস্ট ডিভিশনালস ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘সাস্ট ডিভিশনালস ২০২১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার বিকেলে সংগঠনটির সহসভাপতি রিফাত জাহান বর্ণিকা এ তথ্য জানান। তিনি বলেন, এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবির ‘ নওরোজ রমিম ফ্যান ক্লাব’। রানার্স আপ হয় ‘চিল, ডিবেট, রিপিট’। এ ছাড়া সেরা ডিবেটর হয়েছেন সুমিত কর্মকার এবং ডিবেটর অব দ্য ফাইনাল হয়েছেন সৈয়দ আহলান জাদিদ। এতে সিলেট জেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল-কলেজের মোট ১২টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, ‘বিতর্ক মানুষকে সত্য উদ্‌ঘাটন করতে সহায়তা করে। এর মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারি। পৃথিবীতে যত সিদ্ধান্ত নেওয়া হয়, তার সবটুকুই আলোচনা-সমালোচনা এবং বিতর্কের মাধ্যমে নেওয়া হয়। যাঁরা বিতর্ক করেন তাঁদের বিতর্ককে ধারণ ও লালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে ভালোবাসতে হবে। এসব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীরসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত