Ajker Patrika

জিম্বাবুয়ে সফরে হেরাথকে পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬: ৪৮
জিম্বাবুয়ে সফরে হেরাথকে পাচ্ছে বাংলাদেশ

রঙ্গনা হেরাথকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ। দলের স্পিন পরামর্শক না থাকলেও তিন সংস্করণের সিরিজে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের স্পিনাররা। তবে এ মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে এই লঙ্কান কোচকে পাচ্ছে বাংলাদেশ।

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন হেরাথ। এ সময় অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। জিম্বাবুয়ে সফরের আগে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ছুটি থেকে হেরাথের ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘মনে হয় জিম্বাবুয়েতে সে (হেরাথ) দলের সঙ্গে থাকবে।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও নিশ্চিত করেছেন হেরাথের যোগ দেওয়ার বিষয়টি।

লম্বা ছুটি থেকে হেরাথ ফিরলেও উইন্ডিজ সফরে থাকা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বাংলাদেশে আসছেন না। যেহেতু দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে কাছেই, বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান কোচরা সংক্ষিপ্ত এ ছুটিতে দেশে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘সংক্ষিপ্ত সময়ের বিরতি আছে বলে এবার তারা সরাসরি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে। ওখান থেকে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবে। তবে সামনে আমরা এভাবে ছুটি দেব না। ঢাকায় এসে তাদের রিপোর্ট করতে হবে। দলের পারফরম্যান্স কিংবা পরের সিরিজ-টুর্নামেন্ট নিয়ে আলোচনা, পরিকল্পনা জানাতে হবে।’

উইন্ডিজে তিন সংস্করণের সিরিজ শেষে আগামীকাল ভাগে ভাগে দেশে রওনা দেওয়ার কথা তামিম ইকবাল-লিটন দাসদের। দেশে ফিরে চার-পাঁচ দিনের বিশ্রাম শেষে ২৬ জুলাই জিম্বাবুয়েতে রওনা দেবে বাংলাদেশ। জিম্বাবুইয়ানদের বিপক্ষে এবার তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। দুই সপ্তাহের সফর শেষে বাংলাদেশ ফিরবে ১২ আগস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত