Ajker Patrika

স্বপদে বহাল শিক্ষার্থীদের চুল কাটা সেই শিক্ষক

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ৪৮
স্বপদে বহাল শিক্ষার্থীদের চুল কাটা সেই শিক্ষক

শিক্ষক ফারহানা কয়েকটি শিক্ষাবর্ষের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শাস্তি হিসেবে তাঁকে কয়েকটি শিক্ষাবর্ষের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী স্বাক্ষরিত গত ২১ নভেম্বরের একটি অফিস আদেশে এই শাস্তির কথা জানানো হয়েছে। প্রশাসনিক আদেশটি গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের তৎকালীন চেয়ারম্যান প্রভাষক ফারহানা ইয়াসমিন। এ ঘটনায় তাঁকে স্থায়ী বরখাস্তের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮,২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষাকার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা নেওয়াসহ যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত প্রভাষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এমন সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে অনেক আগেই নেওয়া যেত। আমরা এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট। কিন্তু কিছু করারও নেই আর।’

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত