Ajker Patrika

মাদ্রাসাছাত্রের ভাঙা হাতের অবস্থার অবনতি

সিরাজগঞ্জ সংবাদদাতা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
মাদ্রাসাছাত্রের ভাঙা হাতের অবস্থার অবনতি

সাত মাস আগেই হাত ভাঙে মাদ্রাসাছাত্র ইলিয়াস রহমানের। অভিযোগ ওঠে, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মাঠে স্তূপ করে রাখা খড় এলোমেলো করায় বেত্রাঘাত করেন মাদ্রাসাশিক্ষক। এতে তার একটি হাতের হাড় ভেঙে যায়। অভিযোগ রয়েছে, এ ঘটনার পর সাতদিন তাকে হাসপাতালে যেতে দেওয়া হয়নি। তাকে মাদ্রাসায় আটকে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নে। অভিযুক্ত শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের মৌলভীপাড়া কবরস্থান মাদ্রাসার শিক্ষক।

আহত ছাত্র ইলিয়াস রহমান (১০) সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া (সয়াসেখা) গ্রামের নূর হোসেনের ছেলে। বর্তমানে সে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে খেলা করার সময় স্তূপ করে রাখা খড় এলোমেলো করে ইলিয়াস। এ ঘটনায় পিটিয়ে হাত ভেঙে দেন মাদ্রাসাটির শিক্ষক আবুল কালাম আজাদ। হাতের হাড় ভেঙে গেলেও চিকিৎসা না করিয়ে সাত দিন আটকে রাখেন মাদ্রাসায়। একপর্যায়ে ব্যথা না কমলে পরিবারের লোকজনকে ডেকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে।

ইলিয়াসের খালা রোজিনা খাতুন বলেন, ‘এক বছর বয়সেই মা মারা যায় তার। বাবাও দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকেই ইলিয়াসের বেড়ে ওঠা নানি আর খালার কাছে। হুজুরের বেত্রাঘাতের পর কোনো মামলা করিনি। চিকিৎসা করাতে পারছি না, সেখানে কীভাবে মামলা করব!’

রোজিনা খাতুন আরও বলেন, হাসপাতালে ১০ দিন ধরে ভর্তি হলেও তার বাবা দেখতে আসেনি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির পাশে দাঁড়ান, সে উন্নত চিকিৎসাসেবা পেয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আসলেই মারাটা আমার ভুল হয়েছে। ওকে ওইভাবে মারধর করিনি। তবে ইলিয়াসকে দুটি বেতের বাড়ি দিয়েছি, এতে হাত ভাঙার কথা নয়।’

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম জানান, ইলিয়াসের চিকিৎসা শুরু হতে দেরি হয়ে গেছে অনেক। এখন ভাঙা হাড়ের জায়গায় পুঁজ জমেছে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। তাই দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীর মাধ্যমে জানতে পারলাম শিশুটি এতিম। আমি ওর চিকিৎসার ব্যাপারে খোঁজখবর রাখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত