Ajker Patrika

ভিড় কমাতে আরও ৩ কেন্দ্র

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ১২
ভিড় কমাতে আরও ৩ কেন্দ্র

সিলেট মহানগরীর আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। টিকাপ্রত্যাশীদের ভিড় থাকায় বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।

২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমার কদমতলী কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড় কার্যালয় এবং ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে এই টিকা দেওয়া হচ্ছে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইনস কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ডে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, ‘মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোনো ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিত মানুষের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।’

এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিত ব্যক্তিরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।

ইতিমধ্যে নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত আছেন।

তাঁদের টিকার আওতায় আনতে গত অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস দেওয়া বন্ধ ছিল। এ সময় পুরোনো এসএমএস প্রাপ্তদের টিকা নেওয়ার সুযোগ দেওয়া হয়। এই সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএস প্রাপ্ত মানুষ প্রথম ডোজ নেন।

বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ টিকা নেননি। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য দুই হাজার ও দ্বিতীয় ডোজের জন্য দুই হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষ টিকা নিয়ে থাকেন।

পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রিত না হওয়ায় এই কেন্দ্রের নিবন্ধিতরাও ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে ভিড় বেড়েই চলছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

জাহিদুল ইসলাম আরও জানান, বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। এ ছাড়া নগর ভবনে অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ড ও মডার্নার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত